আর কোনও অনুমান নয়। সরকারি ভাবেই ঘোষণা হয়ে গেল বিশ্বকাপের সূচি। ২০১১-এর পর ফের উপমহাদেশে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে ২০১১ সালে মিলিত ভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ বার একক ভাবে বিশ্বকাপের আয়োজক ভারত। উপমহাদেশে টুর্নামেন্ট হওয়ায় ভালো ফলের নজর থাকবে প্রতিবেশি দেশ বাংলাদেশেরও। বিশ্বকাপের সূচি প্রকাশের পর কী বলছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ব়্যাঙ্কিংয়ের বিচারে সরাসরি আটটি দল খেলারে যোগ্যতা অর্জন করেছে। দশ দলের বিশ্বকাপে বাকি দুটি স্থানের লড়াই চলছে জিম্বাবোয়েতে। সুপার সিক্স থেকে দুটি দল ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে নেবে। বাংলাদেশ ক্রিকেট দল সরাসরি বিশ্বকাপে খেলছে। টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ধরমশালায় অভিযান শুরু করবে বাংলাদেশ।
বিশ্বকাপ সূচি নিয়ে আইসিসিকে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলছেন, ‘ক্রিকেটে এটাই শ্রেষ্ট ইভেন্ট। ওয়ান ডে বিশ্বকাপের সঙ্গে আর কিছুর তুলনা হয় না। এখানে রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। সারাক্ষণই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’
আফগানিস্তানের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে বাংলাদেশ। এই ম্যাচটিও ধরমশালা স্টেডিয়ামে। তামিম আরও বলছেন, ‘ভারতের মাটিতে খেলা সবসময়ই উপভোগ করি। বিদ্যুৎ খেলে যাওয়া গ্যালারি। দুর্দান্ত স্টেডিয়াম। ক্রিকেটের জ্ঞান রয়েছে এমন সমর্থক। ভারতের যেখানেই খেলেছি, আমরা সমর্থন পেয়েছি। ওডিআই-তে আমরা ভালো খেলছি। বিশ্বকাপেও ভালো পারফরম্যান্সের জন্য মুখিয়ে রয়েছি।’
দশ দলের টুর্নামেন্ট এ বারও হবে রাউন্ড রবিন ভিত্তিতে। প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট টেবলে সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। বাংলাদেশের ম্যাচ রয়েছে- আফগানিস্তান (৭ অক্টোবর), ইংল্যান্ড (১০ অক্টোবর), নিউজিল্যান্ড (১৪ অক্টোবর), ভারত (১৯ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২৪ অক্টোবর), কোয়ালিফায়ার ১ (২৮ অক্টোবর), পাকিস্তান (৩১ অক্টোবর), কোয়ালিফায়ার ২ (৬ নভেম্বর), অস্ট্রেলিয়া (১২ নভেম্বর)।