West Indies Out: ওয়েস্ট ইন্ডিজের বিদায় অবিশ্বাস্য! ব্যথিত কিংবদন্তিরা

Jul 01, 2023 | 8:38 PM

World Cup 2023 Qualifier: ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দু-বারের চ্যাম্পিয়ন। অক্টোবরে বিশ্বকাপ হবে, কিন্তু এই প্রথম বার খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান কিংবদন্তিরাই শুধু নন, বিশ্ব ক্রিকেটের প্রাক্তন-বর্তমান সকলেই অবাক ওয়েস্ট ইন্ডিজের এই পরিস্থিতি দেখে।

West Indies Out: ওয়েস্ট ইন্ডিজের বিদায় অবিশ্বাস্য! ব্যথিত কিংবদন্তিরা
Image Credit source: twitter

Follow Us

বিশ্ব ক্রিকেটের ত্রাস! একটা সময় ওয়েস্ট মানে তাই ছিল। ওয়ান ডে বিশ্বকাপে প্রথম দু-বার চ্যাম্পিয়ন। অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৯৮৩ সালে ইতিহাস লিখেছিল ভারত। তার পরও ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। টেস্ট ক্রিকেটে তাদের পেস বোলিং আক্রমণ, টি-টোয়েন্টি ফরম্যাট চালুর পর পাওয়ার হিটিং দেখেছে ক্রিকেট বিশ্ব। সব এখন অতীত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন যেন শুধুই সাইনবোর্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে কোনও রকমে মূলপর্বে জায়গা করে নিয়েছিল। এ বার ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতাই অর্জন করতে পারল না। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দু-বারের চ্যাম্পিয়ন। অক্টোবরে বিশ্বকাপ হবে, কিন্তু এই প্রথম বার খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান কিংবদন্তিরাই শুধু নন, বিশ্ব ক্রিকেটের প্রাক্তন-বর্তমান সকলেই অবাক ওয়েস্ট ইন্ডিজের এই পরিস্থিতি দেখে। কী বলছেন তাঁরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের প্রাক্তন ওপেনার তথা ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, ‘চূড়ান্ত লজ্জা। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারল না। এর থেকেই পরিষ্কার, শুধু প্রতিভা যথেষ্ট নয়। ম্যান ম্যানেজমেন্ট, ফোকাসও জরুরি। বোর্ডে কোনওরকম রাজনীতি কাম্য নয়। এখান থেকে ঘুরে দাঁড়ানোর এগুলোই পথ।’

ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বিশ্বাস করেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ঘুরে দাঁড়াবে। গম্ভীরের কথায়, ‘আমি ওয়েস্ট ইন্ডিজকে ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ভালোবাসি। আমি এখনও বিশ্বাস করি, বিশ্ব ক্রিকেটে আবারও ওয়েস্ট ইন্ডিজ সেরা দল হয়ে উঠবে।’

Next Article