ওয়ান ডে ফরম্যাটে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টিতেও দু-বার খেতাব জিতেছে। সেই ওয়েস্ট ইন্ডিজ টিমের পরিস্থিতি এখন খুবই শোচনীয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছিল তাদের পারফরম্যান্স। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। আইসিসি ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম আটটি দল নিশ্চিত। বাকি দুটি স্পটের জন্য যোগ্যতা অর্জন পর্বের খেলা চলছে। ১০ দলের যোগ্যতা অর্জন পর্ব থেকে এখন সুপার সিক্সের রাউন্ড। গ্রুপ পর্ব থেকে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পা রেখেছিল জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা। সুপার সিক্সেও প্রথম ম্যাচে জিতেছে তারা। ফলে দু-দলেরই ৬ পয়েন্ট করে রয়েছে। কার্যত ভারতের পথে এক পা বাড়িয়ে রেখেছে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ওয়েস্ট ইন্ডিজের চাই মিরাকল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের কাছে হেরেছে তারা। সুপার সিক্সের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে কোনও পয়েন্টই নিয়ে আসতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে শূন্য থেকে শুরু করছে তারা। আজ, শনিবার সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড।
গ্রুপে জিম্বাবোয়ের বিরুদ্ধে হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৭৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বোলিং বিভাগ এই রান নিয়েও লড়াই করতে ব্যর্থ। নেদারল্যান্ডস ম্যাচ টাই করে। শেষ অবধি তা যায় সুপার ওভারে। লোগান ভ্যান বিক সুপার ওভারে ৩০ রান তোলেন, বোলিংয়ে এসে তিনি ৮ রান দিয়ে ২ উইকেট নেন। সুপার ওভারে জেতে নেদারল্যান্ডস। আত্মবিশ্বাস তলানিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরুর প্রত্যাশায় নিকোলাস পুরানরা।