সিডনি টেস্টের জন্য টিমে ওয়ার্নার

sushovan mukherjee |

Dec 30, 2020 | 6:11 PM

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, 'সিডনি টেস্টের জন্য টিমের সঙ্গে কালই যোগ দিচ্ছে ওয়ার্নার, পুকোভস্কি আর অ্যাবট।

সিডনি টেস্টের জন্য টিমে ওয়ার্নার
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ভরসা ডেভিড ওয়ার্নার। ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম (ডেভিড ওয়ার্নার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – মেলবোর্নে জঘন্য হারের পর প্রবল চাপে পড়ে গিয়েছে টিম পেইনের অস্ট্রেলিয়া (Australia)। যেখান থেকে বেরিয়ে আসার জন্য তড়িঘড়ি ডেভিড ওয়ার্নারকে (David warner) ফেরানো হল টিমে। ওয়ান ডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে টিম থেকে বাদ পড়েছিলেন। সিরিজের বাকি দুটো টেস্টের জন্য টিমে ফিরলেন। ভারতের মেলবোর্ন টেস্ট জয়ের অন্যতম কারণ, অজি ব্যাটসম্যানদের রান না পাওয়া। বিশেষ করে দুই ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নস শুরুতেই আউট হয়ে যাওয়ায় পরের দিকে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি হয়েছিল। যেটা আর কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতা ঢাকতেই ওয়ার্নারে ভরসা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে টিমে ফিরছেন উইল পুকোভস্কিও। ছন্দে না থাকা ওপেনার বার্নস বাদ পড়লেন। চোট সারিয়ে ফিরলেন শন অ্যাবটও।

 

 

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘সিডনি টেস্টের (Sydney test) জন্য টিমের সঙ্গে কালই যোগ দিচ্ছে ওয়ার্নার, পুকোভস্কি আর অ্যাবট। ওয়ার্নারের চোট সংক্রান্ত কোনও সমস্যা নেই। ও সিডনি টেস্টের জন্য তৈরি। হাতে এখনও কিছুটা সময় আছে। তার মধ্যে টিম ম্যানেজমেন্ট পরের টেস্ট নিয়ে ভাবনা ঠিক করে নেবে।’

আরও পড়ুন – দেশবাসীর মুখে হাসি ফেরানোটাই আসল পুরস্কার: রাহানে

করোনা প্রভাবের জন্য সিডনি থেকে ম্যাচ সরানোর কথা ভাবা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। সূচি অনুযায়ী সিডনিতেই হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। প্রশ্ন ছিল, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে কি দর্শক থাকবে? পুরো নয়, অর্ধেক গ্যালারিতে থাকবে দর্শক।

Next Article