রোনাল্ডো হওয়া হল না ওয়ার্নারের

ডেভিড ওয়ার্নার রোনাল্ডোর পথে হাঁটতে গিয়ে যে কাণ্ড করলন তাতে ওই কোম্পানির শেয়ার দর কমার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে রোনাল্ডোকে নকল করতে গিয়ে এক প্রকার হাসির পাত্র হয়ে বসলেন ওয়ার্নার।

রোনাল্ডো হওয়া হল না ওয়ার্নারের
রোনাল্ডো হওয়া হল না ওয়ার্নারের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2021 | 4:51 PM

দুবাই: ইউরো কাপের (EURO Cup) প্রেস কনফারেন্সে এসে এক ঠাণ্ডা পানীয় বোতল সরিয়ে দিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। হু হু করে সেই কোম্পানির বাজার দর নেমে গিয়েছিল। এ বার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রেস কনফারেন্সে এসে সেই ঘটনা ঘটাতে গিয়েছিলেন অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করার পর, প্রেস কনফারেন্সে এসেই তিনি টেবলে থাকা ঠাণ্ডা পানীয়র দুটি বোতল হাতে তুলে নেন। এবং বোতল দুটি সরিয়ে দেন। কিন্তু সঙ্গে সঙ্গে তাঁকে বোতলগুলি টেবলে রাখার নির্দেশ দেওয়া হয় সাপোর্ট স্টাফদের পক্ষ থেকে। তিনি তৎক্ষণাৎ টেবলের যথাস্থানে বোতলগুলি রেখে দেন। ফলে রোনাল্ডোর পথে হাঁটতে গিয়েও ব্যর্থ হলেন ওয়ার্নার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন ওয়ার্নার। মাত্র ১৭ ওভারেই দাসুন শানাকাদের দেওয়া টার্গেট ১৫৫ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া (Australia)। এবং ম্যাচ জিতে নেয় অজিরা। তারপরই প্রেস কনফারেন্সে এসে ওয়ার্নার সাপোর্ট স্টাফকে জিজ্ঞাসা করেন, “আমি কি এটা সরিয়ে রাখতে পারি?”। কিন্তু তখনই তাঁকে নির্দেশ দেওয়া হয় ওই ঠাণ্ডা পানীয়র বোতল যথাস্থানে রাখার জন্য। হাসতে হাসতে ওয়ার্নার সেই বোতলগুলি টেবলে রাখার সময় বলেন, “যদি এটা ক্রিশ্চিয়ানোর জন্য ভালো তা হলে এটা আমার জন্যও ভালো।” ওই ঠাণ্ডা পানীয়র কোম্পানিটি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম বড় স্পনসর, আইসিসির সঙ্গে তারা পাঁচ বছরের চুক্তিও করেছে। ফলে কোনও বিতর্কে জড়াতে চায় না আইসিসি (ICC)।

ইউরো কাপে সিআর সেভেনের (CR7) ঠাণ্ডা পানীয় বোতল সরানোর সেই ঘটনা বিশ্ব বানিজ্যে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। ওই কোম্পানির শেয়ার দরও এক ধাক্কায় বহুগুণ কমে গিয়েছিল। তবে ডেভিড ওয়ার্নার রোনাল্ডোর পথে হাঁটতে গিয়ে যে কাণ্ড করলন তাতে ওই কোম্পানির শেয়ার দর কমার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে রোনাল্ডোকে নকল করতে গিয়ে এক প্রকার হাসির পাত্র হয়ে বসলেন ওয়ার্নার।

আরও পড়ুন: West Indies vs Bangladesh Live Score, T20 World Cup 2021: রান আউট রাসেল, বড় ধাক্কা ক্যারিবিয়ানদের

আরও পড়ুন: T20 World Cup 2021: কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় হার্দিক-ভুবির বদলি চাইছেন সুনীল গাভাসকর

আরও পড়ুন: T20 World Cup 2021: রোহিতের ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা, বলছেন পিটারসেন