West Indies vs Bangladesh Match Highlights, T20 World Cup 2021: বাংলাদেশের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ

| Edited By: | Updated on: Apr 22, 2022 | 4:52 PM

West Indies vs Bangladesh Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও বাংলাদেশ (Bangladesh) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

West Indies vs Bangladesh Match Highlights, T20 World Cup 2021: বাংলাদেশের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ

শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) সপ্তম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও মাহমুদুল্লাহের বাংলাদেশ (Bangladesh)। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। নির্ধারিত ২০ ওভারে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১৪৩ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৯ রানে গিয়ে থামে লিটনদের তরী। ৩ রানে ম্যাচ জিতে নিলেন পোলার্ডরা।

সুপার টুয়েলভে এর আগের দুটি ম্যাচেই হেরেছিল ক্যারিবিয়ানরা। প্রথমে ইংল্যান্ড ও তার পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে। তৃতীয় ম্যাচে হারতে বসা ম্যাচের মোড় ঘুরিয়ে বাংলাদেশের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা। অন্যদিকে বাংলাদেশের সুপার-১২ যাত্রাটাও ভালো হচ্ছে না। হারের হ্যাটট্রিক হয়ে গেল সাকিব আল হাসানদের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Oct 2021 07:25 PM (IST)

    ৩ রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ

    নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান তোলে মাহমুদুল্লাহের বাংলাদেশ। ৩ রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল বাংলাদেশ।

  • 29 Oct 2021 07:05 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১১৩। মাহমুদুল্লাহদের জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ৩০ রান।

  • 29 Oct 2021 06:54 PM (IST)

    বাংলাদেশের শতরান

    ১৫.১ ওভারে দলগত শতরান পূর্ণ করল বাংলাদেশ।

  • 29 Oct 2021 06:53 PM (IST)

    ১৫ ওভারে বাংলাদেশ ৯৯/৪

    খেলা বাকি ৫ ওভারের। লিটন অপারিজত ৩৪ রানে, মাহমুদুল্লাহ ব্যাট করছেন ৭ রানে

  • 29 Oct 2021 06:20 PM (IST)

    ১০ ওভারে বাংলাদেশ ৫৫/২

    বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিটন-সৌম্য জুটি। খেলা বাকি ১০ ওভারের।

  • 29 Oct 2021 06:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্ল-তে এক উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৯ রান। লিটন ব্যাট করছেন ২ রানে। ২ বল খেললেও সৌম্য এখনও কোনও রান করেননি

  • 29 Oct 2021 05:56 PM (IST)

    ৫ ওভারে বাংলাদেশ ২৬/১

    পঞ্চম ওভারের তৃতীয় বলে সাকিবের উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫ ওভারে মাহমুদুল্লাহদের স্কোর ১ উইকেটে ২৬।

  • 29 Oct 2021 05:48 PM (IST)

    ৩ ওভারে বাংলাদেশ ১৭/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৭ রান। এখনও ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান।

  • 29 Oct 2021 05:34 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন সাকিব আল হাসান ও মহম্মদ নইম।

  • 29 Oct 2021 05:23 PM (IST)

    ১৪২ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

    নির্ধারিত ২০ ওভারে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ম্যাচ জিততে চাই ১৪৩ রান।

  • 29 Oct 2021 04:54 PM (IST)

    ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৪/৪

    খেলা বাকি ১৫ ওভারের। এখনও শতরানে পৌঁছতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে কত রান তোলে ক্যারিবিয়ানরা সেদিকেই নজর থাকবে ।

  • 29 Oct 2021 04:31 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের ৫০ রান

    ১০.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ দলগত ৫০ রান পূর্ণ করল

  • 29 Oct 2021 04:24 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্জিজ ৪৮/৩

    ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। এখনও ৫০ রান তুলতে পারেনি ক্যারিবিয়ানরা। প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে পোলার্ডরা তুলেছেন ৪৮ রান

  • 29 Oct 2021 04:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশের বোলাররা। ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ২৯।

    রোস্টন চেজ ব্যাট করছেন ৮ রানে। শিমরন হেটমায়ার রয়েছেন ৮ রানে।

  • 29 Oct 2021 03:58 PM (IST)

    ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২১/২

    ৫ ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে ২১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 29 Oct 2021 03:47 PM (IST)

    ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২/১

    ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১২ রান। তৃতীয় ওভারের শেষ বলে এভিন লুইসকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের প্রথম ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান

  • 29 Oct 2021 03:35 PM (IST)

    রোস্টন চেজের অভিষেক

    বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হল রোস্টন চেজের।

  • 29 Oct 2021 03:32 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ক্রিস গেইল ও এভিন লুইস

  • 29 Oct 2021 03:14 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপাল।

  • 29 Oct 2021 03:12 PM (IST)

    বাংলাদেশের প্রথম একাদশ

    বাংলাদেশের প্রথম একাদশ: লিটন দাস, মহম্মদ নইম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুসফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

  • 29 Oct 2021 03:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল বাংলাদেশ

    টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ

  • 29 Oct 2021 02:37 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    দুই দল এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৬ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ৫ বার জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচের ফয়সলা হয়নি। এবং টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে দু’বার সাক্ষাৎ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সেখানে এক বার করে জিতেছে দুই দল। তাই শারজায় ২ পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

  • 29 Oct 2021 02:32 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে পোলার্ড-মাহমুদুল্লাহদের লড়াই

    শারজায় আর কিছুক্ষণ পরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ম্যাচ।

Published On - Oct 29,2021 2:29 PM

Follow Us: