Delhi Capitals: পন্থের পরিবর্তে নতুন নেতা বেছে নিল দিল্লি ক্যাপিটালস

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 16, 2023 | 1:57 PM

মার্চ মাসের শেষে শুরু হতে চলেছে ষষ্ঠদশ আইপিএল। তার আগে নতুন ক্যাপ্টেন বেছে নিল দিল্লি ক্যাপিটালস। অসুস্থ ঋষভ পন্থের পরিবর্তে বিকল্প পেয়ে গিয়েছে ডিসি।

Delhi Capitals: পন্থের পরিবর্তে নতুন নেতা বেছে নিল দিল্লি ক্যাপিটালস
Image Credit source: Twitter

নয়াদিল্লি: ২০২৩ সালের আইপিএল (IPL 2023) শুরু হতে হাতে আর বেশি সময় নেই। মার্চ মাসের শেষে শুরু হতে চলেছে ষষ্ঠদশ আইপিএল। তার আগে নতুন ক্যাপ্টেন বেছে নিল দিল্লি ক্যাপিটালস। অসুস্থ ঋষভ পন্থের (Rishabh Pant) বিকল্প পেয়ে গিয়েছে ডিসি। বৃহস্পতিবার সকালেই নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গতবছরের শেষদিকে ভয়াবহ অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলেন উইকেটে কিপার ব্যাটার ঋষভ পন্থ। সুস্থ হয়ে বাইশ গজে ফিরতে এখন অনেকটা সময় লাগবে তাঁর। পন্থের পরিবর্তে নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ ছিল দিল্লি ক্যাপিটালসের সামনে। অবশেষে দিল্লির আইপিএল ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেল তাদের নতুন নেতা। যাঁর ক্যাপ্টেন হিসেবে অতীতে আইপিএল ট্রফি জেতানোর অভিজ্ঞতা রয়েছে। পন্থের পরিবর্তে কার নাম ঘোষণা করেছে দিল্লি? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

৩৬ বছরের অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের হাতে নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল দিল্লি ক্যাপিটালস। ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। আইপিএলে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে বিরাট কোহলির আরসিবিকে হারিয়ে আইপিএল ট্রফি জেতে সানরাইজার্স হায়দরাবাদ। তবে সময় বদলেছে। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি বাইরের পথ দেখিয়েছে ওয়ার্নারকে। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতার ক্ষেত্রে যুগ্মভাবে পঞ্চমস্থানে রয়েছেন ওয়ার্নার। ক্যাপ্টেন হিসেবে আইপিএলে প্রত্যাবর্তন হচ্ছে ওয়ার্নারের।

ওয়ার্নার এখনও পর্যন্ত ৬৯টি আইপিএল ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। তার মধ্যে জয় পেয়েছেন ৩৫টি ম্যাচে। ক্যাপ্টেন ওয়ার্নার হেরেছেন ৩২টি ম্যাচে। দুটি ম্যাচ টাই। দারুণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজে একজন বিধ্বংসী ব্যাটার। যদিও বর্তমানে ওয়ার্নারের ফর্মে আগের ধ্বংসাত্মক রূপ চোখে পড়ছে না। দিল্লি ক্যাপিটালস এখনও তাদের প্রথম আইপিএল ট্রফির খোঁজে রয়েছে। ওয়ার্নারের নেতৃত্বে সেই অধরা খেতাবের স্বপ্ন দেখছে ক্যাপিটালস অনুরাগীরা। ১ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে ষষ্ঠদশ আইপিএলের প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla