DC vs KKR, IPL 2021 Match 25 Result: পৃথ্বী শ-র দাপুটে ব্যাটিংয়ে কেকেআরকে হারাল দিল্লি

| Updated on: Apr 29, 2021 | 10:57 PM

DC vs KKR Live Score: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

DC vs KKR, IPL 2021 Match 25 Result: পৃথ্বী শ-র দাপুটে ব্যাটিংয়ে কেকেআরকে হারাল দিল্লি
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে ঋষভ পন্থ কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে কেকেআর ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৪। নাইটদের হয়ে সর্বোচ্চ রান করেন বার্থ ডে বয় আন্দ্রে রাসেল (৪৫)। শুভমন গিল করেছেন ৪৩ রান। ধাওয়ানদের টার্গেট ছিল ১৫৫। রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে, ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ঋষভ পন্থরা। পৃথ্বী শ-র ৮২ রানের দুর্ধর্ষ ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। পয়েন্ট টেবলের ২ নম্বরে পৌঁছে গেল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Apr 2021 10:46 PM (IST)

    ৭ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস

    ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ঋষভ পন্থরা

  • 29 Apr 2021 10:41 PM (IST)

    পন্থ ফিরলেন সাজঘরে

    ১৬ রান করে মাঠ ছাড়লেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ

  • 29 Apr 2021 10:38 PM (IST)

    পৃথ্বী আউট

    ৮২ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন পৃথ্বী শ। প্যাট কামিন্সের বলে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন পৃথ্বী

  • 29 Apr 2021 10:35 PM (IST)

    জয়ের জন্য প্রয়োজন ৯ রান

    ১৫ ওভারে দিল্লির স্কোর ১৪৬/১

  • 29 Apr 2021 10:29 PM (IST)

    শিখরের উইকেট হারাল দিল্লি

    ৪৬ রান করে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান। প্যাট কামিন্সের বলে হাফ সেঞ্চুরির আগে আউট হলেন গব্বর

  • 29 Apr 2021 10:12 PM (IST)

    দিল্লির শতরান

    ১০.৩ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল

  • 29 Apr 2021 10:10 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৯৫/০

    খেলা বাকি ১০ ওভারের। দিল্লির জয়ের জন্য প্রয়োজন ৬০ রান।

  • 29 Apr 2021 10:00 PM (IST)

    পৃথ্বীর হাফ সেঞ্চুরি

    ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ পৃথ্বী শ-র

  • 29 Apr 2021 09:52 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৬৭

  • 29 Apr 2021 09:50 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৬৬/০

    দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী শ। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৬৬ রান

  • 29 Apr 2021 09:24 PM (IST)

    দিল্লি ক্যাপিটালসের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ

  • 29 Apr 2021 09:08 PM (IST)

    দিল্লির টার্গেট ১৫৫

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে কেকেআর ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৫৪।

  • 29 Apr 2021 08:54 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে কেকেআরের স্কোর ৬ উইকেটে ১১২

  • 29 Apr 2021 08:51 PM (IST)

    কার্তিকের উইকেট হারাল কেকেআর

    অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হলেন দীনেশ কার্তিক। ১৪ রান করে ফিরলেন তিনি

  • 29 Apr 2021 08:46 PM (IST)

    কেকেআরের শতরান

    ১৫.২ ওভারে কেকেআরের দলগত শতরান পূর্ণ

  • 29 Apr 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ৯৫/৫

    ক্রিজে রাসেল-কার্তিক। খেলা বাকি ৫ ওভারের

  • 29 Apr 2021 08:32 PM (IST)

    গিল আউট

    আবেশ খানের বলে ৪৩ রান করে আউট হলেন শুভমন গিল

  • 29 Apr 2021 08:21 PM (IST)

    নারিন ফিরলেন সাজঘরে

    মর্গ্যানের পর নারিনকে ফেরালেন ললিত যাদব

  • 29 Apr 2021 08:20 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল কেকেআর

    কোনও রান না করেই আউট হলেন ইওন মর্গ্যান

  • 29 Apr 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭৩/২

    খেলা বাকি ১০ ওভারের। ঋষভদের কত রানের টার্গেট দিতে পারেন মর্গ্যানরা, সেটা দেখার অপেক্ষায় রয়েছে সকলেই।

  • 29 Apr 2021 08:15 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    ১৯ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী

  • 29 Apr 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কলকাতা তুলেছে ৪৫ রান।

  • 29 Apr 2021 07:57 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩২/১

    ক্রিজে গিল-ত্রিপাঠী

  • 29 Apr 2021 07:49 PM (IST)

    নীতিশকে ফেরালেন অক্ষর

    ১৫ রান করে সাজঘরে ফিরলেন নীতিশ রানা

  • 29 Apr 2021 07:31 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন নীতিশ রানা ও শুভমন গিল

  • 29 Apr 2021 07:20 PM (IST)

    নীতিশ রানার ৫০তম আইপিএল ম্যাচ

    দিল্লির বিরুদ্ধে নীতিশ রানা তাঁর কেরিয়ারের ৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামছেন

  • 29 Apr 2021 07:16 PM (IST)

    দুই দলের প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রের কাঁধের চোটের জন্য তার পরিবর্ত হিসেবে দলে এসেছেন ললিত যাদব

  • 29 Apr 2021 07:05 PM (IST)

    টস আপডেট

    টস জিতল দিল্লি। ফিল্ডিং বেছে নিয়েছেন ঋষভ পন্থ

  • 29 Apr 2021 06:47 PM (IST)

    দ্বৈরথের জন্য তৈরি দুই দল

    মোতেরায় আজ মুখোমুখি ঋষভ পন্থ ও ইওন মর্গ্যান।

Published On - Apr 29,2021 10:56 PM

Follow Us: