ENG T20 WC Squad: এক বছর টিমে MI-র বাতিল জোফ্রা আর্চার, বিশ্বকাপে নতুন মুখ হার্টলি

Apr 30, 2024 | 3:14 PM

ICC MEN’S T20 WC 2024: ওয়েস্ট ইন্ডিজের স্লো-টার্নার পিচের কথা ভেবে লেগ স্পিনার আদিল রশিদ, বাঁ হাতি স্পিনার টম হার্টলিকেও নেওয়া হয়েছে টিমে। ২৪ বছরের হার্টলি ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসে দুরন্ত সাফল্য পেয়েছিলেন। দেশের হয়ে এখনও টি-টোয়েন্টি অভিষেক না হলেও তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। ১৫ জনের দলে এ ছাড়া আর কোনও চমক নেই।

ENG T20 WC Squad: এক বছর টিমে MI-র বাতিল জোফ্রা আর্চার, বিশ্বকাপে নতুন মুখ হার্টলি
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: গত দুটো বছর একেবারে ভালো যায়নি। একাধিক চোটের কারণে ২০২১ সাল থেকেই প্রায়ই মাঠের বাইরে থাকতে হয়েছে। শেষবার জাতীয় টিমের হয়ে খেলতে দেখা গিয়েছিল গত বছর মে মাসে। এক বছর পর আবার ইংল্যান্ডের জাতীয় টিমে ফিরলেন জোফ্রা আর্চার। এলবো ইনজুরির পর ক্রিকেটে ফিরেছেন বেশ কিছুদিন। দু’বার অস্ত্রোপচারও করাতে হয়েছে। সেই আর্চার তাঁর ক্লাব টিমের হয়ে ভারত সফরেও এসেছিলেন। আর্চারকে আবার আগুন ঝরাতে দেখা যাবে ইংল্যান্ডের হয়ে। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ঘোষণা করে দিল বিশ্বকাপের টিম। আর্চার যেমন ফিরেছেন, চোটের কারণে টিম থেকে ছিটকে যাওয়া ক্রিস জর্ডনও ফিরছেন। কেমন হল ইংল্যান্ডের বিশ্বকাপ দল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জোফ্রা আর্চারকে রিটেইন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। অতীতে তাঁকে নিয়ে ভুগতে হয়েছে। শেষ অবধি নিলামে নামই দেননি আর্চার। তিনি না থাকলেও এ বারের আইপিএলে ইংল্যান্ডের একঝাঁক প্লেয়ার দুরন্ত পারফর্ম করছেন। কেকেআরের ফিল সল্ট অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। জস বাটলার টিমের ক্যাপ্টেন থাকছেন। তিনিও ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন। উইল জ্যাকস, বেন ডাকেটরাও টিমে রয়েছেন। তবে সিনিয়র অলরাউন্ডার মইন আলিকে নেওয়া হয়েছে টিমে। বল হাতে যেমন টিমকে সাফল্য দিতে পারবেন, তেমনই ব্যাট হাতেও টানতে পারবেন। হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারানরাও রয়েছেন টিমে।

ওয়েস্ট ইন্ডিজের স্লো-টার্নার পিচের কথা ভেবে লেগ স্পিনার আদিল রশিদ, বাঁ হাতি স্পিনার টম হার্টলিকেও নেওয়া হয়েছে টিমে। ২৪ বছরের হার্টলি ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসে দুরন্ত সাফল্য পেয়েছিলেন। দেশের হয়ে এখনও টি-টোয়েন্টি অভিষেক না হলেও তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। ১৫ জনের দলে এ ছাড়া আর কোনও চমক নেই।

পুরো দল: জস বাটলার (ক্যাপ্টেন), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, মার্ক উড।

Next Article