Indian Cricket: দলীপের শুরুতে নেই ঈশান কিষাণ, নেতৃত্বে বাংলার ক্রিকেটারই!
Duleep Trophy 2025: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডে সিরিজ ড্র, খারাপ ফল বলা যায় না। আসন্ন একাধিক টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হয়ে যাবে দলীপ ট্রফির মধ্যে দিয়ে। কিন্তু কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে না ঈশান কিষাণকে।

হাতে আরও প্রায় ১০ দিন। কিন্তু ঝুঁকি নেওয়া যাচ্ছে না। ঈশান কিষাণের নেতৃত্বে ইস্ট জোনের টিম গড়া হয়েছিল। দলীপ ট্রফি ফিরছে পুরনো ফরম্যাটে। গত মরসুমে ভারত এ, বি… এভাবে দল গড়ে খেলা হয়েছিল। এ বার জোনাল ফরম্যাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডে সিরিজ ড্র, খারাপ ফল বলা যায় না। আসন্ন একাধিক টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হয়ে যাবে দলীপ ট্রফির মধ্যে দিয়ে। কিন্তু কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে না ঈশান কিষাণকে।
ইংল্যান্ড সফরে শেষ টেস্টে ঋষভ পন্থের বদলি হিসেবে ভাবা হয়েছিল ঈশান কিষাণকে। কিন্তু বাইক দুর্ঘটনায় আহত হওয়ায় ঈশানকে রাখা হয়নি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে। দলীপের সব খেলা বেঙ্গালুরুতেই। ইস্ট জোনের নেতৃত্বে ঈশান, ভাইস ক্যাপ্টেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। নকআউট টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনালে হার মানে বিদায়। সেমিতে উঠলে ঈশানকে দেখা যেতে পারে। তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠেননি।
ঈশান না থাকায় ভাইস ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ নেতৃত্ব দেবেন। নতুন ভাইস ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করা হয়েছে রিয়ান পরাগকে। প্রথম চয়েস কিপার ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র। ঈশানের পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয়েছে ওড়িশার আশির্বাদ সোয়েনকে। দলীপে খেলতে না পারলে ঈশানের কাছে বড় ধাক্কা হবে।
প্রথম কোয়ার্টার ফাইনাল ২৮-৩১ অগস্ট, নর্থ জোন বনাম ইস্ট জোন, গ্রাউন্ড ১ বেঙ্গালুরু
ইস্ট জোন স্কোয়াড-অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), সন্দীপ পট্টনায়েক, আশির্বাদ সোয়েন, বিরাট সিং, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ (ভাইস ক্যাপ্টেন), উৎকর্ষ সিং, মণীষী, সূরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, মুখতার হোসেন, মহম্মদ সামি।
