Mohammed Shami: প্রত্যাবর্তনেই ছন্দে সামি, দলীপে নজর কাড়লেন মণীষী
Duleep Trophy 2025: ফিটনেস প্রমাণ করতে পারলে সামির জন্য দরজা খোলা। ঘরের মাঠে একাধিক টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তেমনই অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজও। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল দলীপ ট্রফিতে।

দলীপ ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হল মহম্মদ সামির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন বাংলার এই পেসার। ভারত চ্য়াম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছে। তবে ইংল্যান্ড সফরে টেস্ট টিমে জায়গা হয়নি সামির। লাল-বলের ক্রিকেট খেলার মতো ফিট নন সামি, এমনই জানিয়েছিলেন নির্বাচকরা। কোচও আশ্বাস দিয়েছেন, ফিটনেস প্রমাণ করতে পারলে সামির জন্য দরজা খোলা। ঘরের মাঠে একাধিক টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তেমনই অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজও। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল দলীপ ট্রফিতে।
বেঙ্গালুরুতে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ জোন বনাম ইস্ট জোন ম্যাচ চলছে। অসুস্থতার জন্য এই ম্যাচে নেই ইস্ট জোনের অভিমন্যু ঈশ্বরণ। তিনি খেললে নেতৃত্ব দেওয়ারও কথা ছিল। রিয়ান পরাগ নেতৃত্ব দিচ্ছেন ইস্ট জোনকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোনের ক্যাপ্টেন রিয়ান পরাগ। প্রথম দিন মন্দ আলোয় মাত্র ৭৫ ওভারের মতো খেলা হয়েছে। প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ বলা যায় নর্থ জোনকেই।
ম্যাচে বাড়তি নজর ছিল ইস্ট জোন তথা বাংলার পেসার সামির দিকেই। সারাদিনে মোট ১৭ ওভার বোলিং করেন। ৪টি মেডেন ওভার। উইকেট সংখ্যা মাত্র ১টি হলেও ইকোনমি খুবই ভালো। দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও সামিকে সেই পুরনো ছন্দেই দেখিয়েছে। প্রথম দিন নর্থ জোন ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে নিয়েছে। মাত্র ৬০ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস আয়ুষ বাদোনির। দ্বিতীয় দিন দ্রুত নর্থ জোনের বাকি ৪ উইকেট ফেলাতেই নজর সামিদের।
ইস্ট জোনের বোলিং লাইন আপে সামি ছাড়াও রয়েছেন বাংলার আরও দুই পেসার মুকেশ কুমার ও সুরজ সিন্ধু জয়সওয়াল। উইকেটের দিক থেকে নজর কাড়লেন ঝাড়খণ্ডের বাঁ হাতি স্পিনার মণীষী। তাঁর ঝুলিতে তিন উইকেট। বাংলার সুরজ নিয়েছেন ১ উইকেট।
