লন্ডন: টস জিতে ফিল্ডিং। বোলিংয়ের আদর্শ পরিবেশ। কিন্তু জোড়া ক্যাচ ফেলে নিজেদের চাপ বাড়িয়েছিল ইংল্যান্ড। লর্ডসে ফের নজর কাড়লেন ইংল্যান্ডের তরুণ পেসার জশ টং। এ মাসের শুরুতেই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। অ্যাসেজে অভিষেকে অস্ট্রেলিয়ার দুই বাঁ হাতি ওপেনারকে বোল্ড করেন জশ টং। শেষ বেলায় এক ওভারে জোড়া ধাক্কা জো রুটের। তবে ট্রাভিস হেডের হাফসেঞ্চুরি এবং অপরাজিত স্মিথে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়াই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এজবাস্টনে প্রথম টেস্টে মহাকাব্যিক জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। লর্ডসে ইংল্যান্ড একাদশে একটি পরিবর্তন। মইন আলির পরিবর্তে খেলানো হয় জশ টংকে। সুইংয়ের পরিবেশে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম টেস্টে দু-ইনিংসেই লাবুশেনকে ফিরিয়েছিলেন ব্রড। স্মিথও নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন। লর্ডসে প্রথম দিন ৯৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরতেই সাময়িক চাপ। অস্ট্রেলিয়ার পরিস্থিতি সামাল দেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন। শতরানের জুটি গড়েন তাঁরা।
লাবুশেন ৪৭ রানে ফেরেন। তবে স্মিথ অনবদ্য ইনিংস খেলেন। ট্রাভিস হেডের সঙ্গে আরও একটা শতরানের জুটি গড়েন। জো রুটের গোল্ডেন আর্ম এই জুটি ভাঙে। ইনিংসের ৭৫তম ওভারে রুটের বোলিংয়ে স্টাম্প আউট হেড। ক্রিজে এসে তৃতীয় ডেলিভারিতেই অপ্রয়োজনীয় শট খেলে উইকেট ছুড়ে দেন ক্যামেরন গ্রিন। জোড়া ধাক্কা সামলে অ্যালেক্স ক্যারিকে নিয়ে ফের জুটি গড়ায় মন দেন স্মিথ।
প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩৩৯ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ৮৫ রানে অপরাজিত স্টিভ স্মিথ। এই ইনিংসে ৯ হাজারের মাইলফলকও পেরোলেন স্টিভ স্মিথ। দ্বিতীয় দ্রুততম হিসেবে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন অজি কিংবদন্তি স্টিভ স্মিথ। টেস্টে দ্রুততম ৯ হাজারের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকরার দখলে। শ্রীলঙ্কার এই কিপার ব্যাটার ১৭২ ইনিংসে ৯ হাজারের মাইলফলকে পৌঁছেছিলেন। স্মিথ ১৭৪ ইনিংসে। রাহুল দ্রাবিড় (১৭৬), ব্রায়ান লারা (১৭৭), রিকি পন্টিংদের (১৭৭) ছাপিয়ে গেলেন।