IND vs ENG: ঘরের মাঠে ০-৫ হারবে ভারত, রোহিতরা এখন পাত্তাই পাচ্ছেন না বিলেতে!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 30, 2024 | 7:08 PM

India vs England Test Series: পানেসর অবশ্য ভারতের দুর্বলতা খুঁজে বের করে ফেলেছেন। বিরাট কোহলি না থাকার জন্যই মানসিক ভাবে চাঙ্গা নেই ভারতীয় টিম। ব্যাট হাতে টিমকে টানার পাশাপাশি ফিল্ডিংয়ের সময়ও টিমকে তাতিয়ে রাখেন। বিরাটের মতো লিডার না থাকায় ভারতকে পাল্টা লড়াই করতে হচ্ছে। সেই সঙ্গে চোট-আঘাত আরও চাপে ফেলে দিয়েছে। এখান থেকে রোহিত শর্মার ভারতীয় টিম ঘুরে দাঁড়াতে পারবে?

IND vs ENG: ঘরের মাঠে ০-৫ হারবে ভারত, রোহিতরা এখন পাত্তাই পাচ্ছেন না বিলেতে!
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিরাট কোহলি প্রথম টেস্টে খেলেননি। দ্বিতীয় টেস্টেও নেই। সিরিজের প্রথম টেস্টেই হেরেছে ভারতীয় টিম। বিশাখাপত্তনমে নামার আগে আরও বেড়েছে চাপ। এমন পরিস্থিতিতে ভরসা হতে পারতেন যাঁরা, টিমের দুই সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাডেজা ও লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন দ্বিতীয় টেস্ট থেকে। দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ড এবং বাজ়বল স্ট্র্যাটেজি দুইয়ে মিলে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বেন স্টোকস। ১২ বছর আগে ভারতের মাটি থেকে টেস্ট জিতে ফিরেছিল ইংল্যান্ড। এ বারের টিম নাকি তাই করে দেখাতে পারে। এতেই শেষ নয়, বিলেতে এখন পাত্তাই পাচ্ছেন না রোহিত শর্মারা। এক প্রাক্তন স্পিনার তো বলেই দিয়েছেন, ঘরের মাঠে ভারতকে ০-৫ হারাবে ইংল্যান্ড! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অলি পোপ দারুণ ছন্দে রয়েছেন। ভারতের মাটিতে সাফল্যের রয়াসন খুঁজে নিয়েছেন সুইপ, রিভার্স সুইপের মধ্যে দিয়ে। তেমনই চমৎকার পারফর্ম করছেন ইংলিশ স্পিনাররা। বিশেষ করে হায়দরাবাদে অভিষেক হওয়া টম হার্টলি। এই দুইয়ে মিলে অসাধারণ পারফর্ম করেছে ইংল্যান্ড। সিরিজে ১-০ এগিয়ে যাওয়া স্টোকসের এই টিমকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন মন্টি পানেসর। তিনিও এক বাঁ হাতি স্পিনার ছিলেন। ১২ বছর আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জেতার পিছনে নিয়েছিলেন মুখ্য ভূমিকা। সেই তিনিই বলে দিচ্ছেন, ‘এ বার রোহিত শর্মা বলতেই পারে, ভয়ডরহীন খেলতে হবে। ওকে কিন্তু এ বার ওর আসল নেতৃত্ব তুলে ধরতে হবে। প্রথম টেস্ট হারের পর ভারত যে পিছিয়ে পড়েনি, সেটাও দেখাতে হবে রোহিতকে। কামঅন রোহিত শর্মা, কিছু লড়াই দেখাও। অলি পোপ আর টম হার্টলি যদি এ ভাবেই খেলতে পারে, ভারতকে ধুয়ে-মুছে দেওয়া যাবে। ইংল্যান্ড ৫-০ জিতবে।’

পানেসর অবশ্য ভারতের দুর্বলতা খুঁজে বের করে ফেলেছেন। বিরাট কোহলি না থাকার জন্যই মানসিক ভাবে চাঙ্গা নেই ভারতীয় টিম। ব্যাট হাতে টিমকে টানার পাশাপাশি ফিল্ডিংয়ের সময়ও টিমকে তাতিয়ে রাখেন। বিরাটের মতো লিডার না থাকায় ভারতকে পাল্টা লড়াই করতে হচ্ছে। সেই সঙ্গে চোট-আঘাত আরও চাপে ফেলে দিয়েছে। এখান থেকে রোহিত শর্মার ভারতীয় টিম ঘুরে দাঁড়াতে পারবে?

Next Article