IND vs ENG: ‘রুটকে বলেছিলাম, বোলার বানাব’, বিশাখাপত্তনম টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারি স্টোকসের

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 01, 2024 | 11:41 PM

গত ভারত সফরেই অফস্পিনার হিসেবে চমক দেখিয়েছিলেন। আমেদাবাদ টেস্টে ৮ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এ বারও সেই পথেই হাঁটছেন জো রুট। ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটার নিজেকে বোলার হিসেবে সে ভাবে কাজে লাগাননি। যেটা করে রুটকে তো বটেই, ইংল্যান্ডকেও জয়ের রাস্তা দেখাচ্ছেন বেন স্টোকস।

IND vs ENG: রুটকে বলেছিলাম, বোলার বানাব, বিশাখাপত্তনম টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারি স্টোকসের
IND vs ENG: 'রুটকে বলেছিলাম, বোলার বানাব', বিশাখাপত্তনম টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারি স্টোকসের
Image Credit source: PTI

Follow Us

বিশাখাপত্তনম: গত ভারত সফরেই অফস্পিনার হিসেবে চমক দেখিয়েছিলেন। আমেদাবাদ টেস্টে ৮ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এ বারও সেই পথেই হাঁটছেন জো রুট (Joe Root)। ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটার নিজেকে বোলার হিসেবে সে ভাবে কাজে লাগাননি। যেটা করে রুটকে তো বটেই, ইংল্যান্ডকেও জয়ের রাস্তা দেখাচ্ছেন বেন স্টোকস (Ben Stokes)। হায়দরাবাদ টেস্টও দুই ইনিংস মিলিয়ে রুট নিয়েছেন ৫ উইকেট। বিশাখাপত্তনম টেস্টেও রুটকে ব্য়বহার করবেন স্টোকস। সিরিজে যাতে ২-০ এগিয়ে দিতে পারেন টিমকে।

স্টোকস দলবল নিয়ে মাঠে নামার আগে বলছেন, ‘রুটকে আমি বরাবরই বলতাম, ক্যাপ্টেন হিসেবে তুমি নিজেকে দিয়ে যথেষ্ট বল করাওনি। পরে ওকে বলেছি, তোমার মধ্যে থেকে আমি বোলার বের করে আনব। ওর মতো একজন বোলার থাকা বিরাট ব্যাপার, যে খেলার গতিটাই বদলে দিতে পারে। রুট আমাকে প্রচুর বল করেছে। প্রয়োজনের সময় যে রানটা ও করে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। ও টিমের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ও বল করায় প্রচুর সুবিধা হয়েছে টিমের জন্য।’

মার্ক উডের বদলে দ্বিতীয় টেস্টে টিমে ফিরছেন জেমস অ্যান্ডারসন। তাঁর অভিজ্ঞতাও কাজে লাগবে টিমের। স্টোকস যেমন বলেই দিচ্ছেন, ‘জিমির প্রচুর অভিজ্ঞতা, ক্লাস, বিশেষ করে ভারতের মাটিতে ওর যা রেকর্ড, সেই কারণেই টিমে নেওয়া। জিমি সুইং কিং। ও প্রমাণ করে আসছে, কতটা ভালো বোলার। ভারতের কন্ডিশন কাজে লাগাতে পারবে বলেই বিশ্বাস। ৪১ বছর বয়স হওয়া সত্ত্বেও জিমি মাঠে নেমে খেলবে। এটাই ওর জন্য বিরাট ব্যাপার।’