TV9 বাংলা ডিজিটাল:
ব্রিটেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা (COVID 19) ভাইরাস। এই মুহুর্তে ব্রিটেন থেকে আগত বা ব্রিটেনে যাওয়ার সমস্ত বিমান পরিষেবাই বন্ধ রেখেছে অধিকাংশ দেশ। শ্রীলঙ্কাও (SRI LANKA)তার ব্যতিক্রম নয়। এদিকে ১৪ জানুয়ারি থেকে শুরু শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ। গলেই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ।
আরও পড়ুন- ৩৬-এর বিপর্যয় ক্রিকেটাররা ভুলতে পারবে না: সচিন
অতিমারি করোনা ভাইরাসের কারণে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত রাখলেও ইংল্যান্ড (ENGLAND) ক্রিকেট দলের বিমানকে সেই তালিকা থেকে ছাড় দিয়েছে শ্রীলঙ্কা। ৩ জানুয়ারি শ্রীলঙ্কা পৌঁছবে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা পৌঁছেই ১০ দিনের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে জো রুটদের। এদিকে গত ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন মরগ্যানরা। বড়দিনের ছুটি কাটিয়েই শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা দেবে ইংল্যান্ড ক্রিকেট দল।