AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ‘ভেবেছিলাম প্রচণ্ড জেদী, কিন্তু…’, জয় শাহকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপলব্ধি

Sourav Ganguly on Jay Shah: ভারতীয় ক্রিকেট বোর্ডে ডামাডোলের সময় একসঙ্গে হাল ধরেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। ক্রিকেট প্রশাসনে সতীর্থ জয় শাহ কেমন মানুষ, সেই কথাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly: 'ভেবেছিলাম প্রচণ্ড জেদী, কিন্তু...', জয় শাহকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপলব্ধি
Image Credit: Himanshu Bhatt/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jun 24, 2025 | 5:01 PM
Share

গুজরাট ক্রিকেট সংস্থা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদেও বসেছেন জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় ফিনান্স কমিটিতেও ছিলেন। বর্তমানে আইসিসির সর্বোচ্চ পদে। ভারতীয় ক্রিকেট বোর্ডে ডামাডোলের সময় একসঙ্গে হাল ধরেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। ক্রিকেট প্রশাসনে সতীর্থ জয় শাহ কেমন মানুষ, সেই কথাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সংবাদ সংস্থা পিটিআইয়ে এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে জয় শাহ প্রসঙ্গও এসেছে। বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে সময় বোর্ডের সচিব জয় শাহ। ২০১৯ থেকে ২০২২ সাল। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেছেন। জয় শাহ সম্পর্কে সৌরভ জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছিল প্রচণ্ড জেদী।

সৌরভ বলেন, ‘ওর নিজস্ব পদ্ধতি ছিল। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য অনেক কিছু করতে চাইত। ওর কাছে সেই ক্ষমতা, সহযোগিতাও ছিল। কিছুক্ষেত্রে ওকে জেদী মনে হয়েছে। সবটাই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য।’ জয় শাহর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল, এখনও রয়েছে। ও যখন ২০১৯ সালে বোর্ডে আসে, একজন তরুণ বলতে হয়। কিন্তু টিম ওয়ার্কে বিশ্বাস করত। কাজ নিয়ে অনেক সময়ই মত বিরোধ হত। এখন ও আইসিসির সর্বোচ্চ পদে। জয় শাহ একজন সৎ ব্যক্তি। সব কিছু সঠিক করাই ওর লক্ষ্য।’