নয়াদিল্লি: ঘরের মাঠে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া (Team India)। পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত রোহিত শর্মারা (Rohit Sharma)। প্রতিপক্ষ বাংলাদেশ। এরই মাঝে অজি তারকা রিকি পন্টিং বেছে নিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলির (Virat Kohli)মধ্য়ে অধিনায়ক হিসেবে কে সেরা। কী বলছেন পন্টিং? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
রোহিত শর্মার নেতৃত্বে চলতি বিশ্বকাপে একের-পর এক জয় পেয়েছে ভারত। যার জন্য রোহিত শর্মার প্রশংসা করতে ভোলেননি অস্ট্রেলিয়ান কিংবদন্তি। রোহিত না বিরাট, ভালো ক্যাপ্টেন কে? এই প্রতিযোগিতায় হিটম্যানকেই এগিয়ে রাখছেন পন্টিং। তাঁর মতে, বিরাট কোহলি দুর্দান্ত প্লেয়ার, তবে অধিনায়ক হিসেবে এগিয়ে রোহিত। পন্টিংয়ের কথায়, “রোহিত ঠান্ডা মাথার ছেলে। পরিস্থিতি কীভাবে সামলাতে হয় ও ভালো জানে। ” বিরাটের প্রসঙ্গে পন্টিংয়ের বক্তব্য, “বিরাট দুর্দান্ত ব্যাটার। ও স্টার প্লেয়ার, যার জন্য় গলা ফাটাতে পারে গোটা গ্যালারি। বিরাট সমর্থকদেরঅ জন্য় খেলে।” দলকে নেতৃত্ব দিতে গিয়ে বিরাটের ব্যাটিংয়ের উপর চাপ পড়ে। অধিনায়কত্ব না থাকলে বিরাট তাঁর ব্যাটিংয়ে ফোকাস করতে পারে বলেই পন্টিংয়ের মত। তবে বিরাট কিন্তু অঘোষিত অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধেও রোহিত, সিরাজদের বার-বার টিপস দিতে দেখা যায় তাঁকে। তবে দলকে নেতৃত্ব দেওয়ার ব্য়াপারটা ভালো বোঝেন রোহিত, এটাই মনে করেন পন্টিং।
ভারতীয় দলের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তাঁর কথায়, “”ভারত শুরু থেকেই ভালো খেলছে। তাই টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। চাপে পড়লেও সেই কঠিন পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা ভারতীয় প্লেয়াররা অর্জন করে ফেলেছেন।” প্রসঙ্গত, ভারতের আগামী পরীক্ষা, ১৯ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। প্রতিপক্ষ বাংলাদেশ।