IND vs AUS: তীব্র গতি আর বাউন্সের ছোবল, গাব্বায় ভারতকে চিন মিউজ়িক শোনানোর জন্য তৈরি অস্ট্রেলিয়া
BGT: গাব্বায় ভারতের জন্য ফাঁদ তৈরি করে ফেলেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মাদের গাব্বাতেই নিকেষ করে ফেলতে চাইছে প্যাট কামিন্সের দল।
কলকাতা: ০-১ থেকে ১-১ সিরিজ। এ বার ২-১ এর নীলনকশা তৈরি করে ফেলল অস্ট্রেলিয়া। তীব্র গতিতে আছড়ে পড়বে বল। ঘনঘন বাউন্সারে কাঁপিয়ে দেবে প্রতিপক্ষকে। আর থাকবে চিন মিউজ়িক। গাব্বায় ভারতের জন্য ফাঁদ তৈরি করে ফেলেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মাদের গাব্বাতেই নিকেষ করে ফেলতে চাইছে প্যাট কামিন্সের দল। একটা প্রশ্ন থেকে যাচ্ছে তবুও, ভারতের হাতে যে জসপ্রীত বুমরাও রয়েছেন। বুমেরাং হয়ে যাবে না তো?
ক্রিসমাসের আগে আর পরে গাব্বার চরিত্র দু’রকম। তথ্য দিয়েই তা বিচার করা যেতে পারে। গাব্বায় বড়দিনের আগে খেলা হয়েছে ৬১টা টেস্ট। মাত্র ৫টা টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। আর বড়দিনের পরে গাব্বায় খেলা হয়েছে ৫টা টেস্ট। যার ৩টেতেই হেরেছে অস্ট্রেলিয়া। যার শুরুটা আবার ভারতের হাতে, ২০২০-২১ মরসুমের সিরিজে। ১৯৮৮ সাল থেকে এই মাঠে চলছে টেস্ট খেলা। ভারতই প্রথম অজ়িদের জয়রথ থামিয়ে দিয়েছিল। এই বছরের শুরুতে আবার এই ব্রিসবেনেই ৮ রানে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই গাব্বাতে কি এই কারণেই বড়দিনের আগেই ম্যাচ রেখেছে অস্ট্রেলিয়া?
এই খবরটিও পড়ুন
গাব্বার পিচ কিউরেটর ডেভিড স্যান্ডারস্কি বলছেন, ‘পরের দিকে গাব্বার যা চরিত্র থাকে, শুরুর দিকে তার থেকে আলাদা হয়। অনেক ফ্রেশ থাকে পিচ। আমরা প্রতিবার যেমন পিচ তৈরি করি, তেমনই করেছি। ব্যাট আর বলের যাতে ভারসাম্য থাকে, সে দিকে নজর রাখা হয়েছে। সবাই যাতে কিছু না কিছু পায়।’ কিন্তু কিছুদিন আগে এই গাব্বাতে হয়ে যাওয়া শেফিল্ড শিল্ডের ম্যাচে প্রথম দিনই ১৫ উইকেট পড়েছে। সেই পিচই নাকি রাখা হয়েছে। ওই ট্রেন্ড যদি ধরা হয়, তা হলে বলতে হবে, ভারতের টপ অর্ডারের জন্য ভরপুর বাউন্স রাখছে গাব্বা।