AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Team India New Captain: ক্যাপ্টেন বাছাইয়ে হিমসিম! গৌতম গম্ভীরের সামনেও জটিল অঙ্ক

Indian Cricket Team: ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে সদ্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। সূত্রের খবর, মুম্বইতে শুধু এর জন্যই ছিলেন না গম্ভীর। বোর্ডের সদর দফতরে দীর্ঘ মিটিংও হয়েছে ক্যাপ্টেন বাছাই নিয়ে। নানা প্রশ্নও উঠে আসছে।

Team India New Captain: ক্যাপ্টেন বাছাইয়ে হিমসিম! গৌতম গম্ভীরের সামনেও জটিল অঙ্ক
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 16, 2025 | 2:57 PM

ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে? এই নিয়ে যেন মিউজিক্যাল চেয়ারের মতো পরিস্থিতি। হেড কোচ চান ভারতীয় ক্রিকেটে তারকা পুজো বন্ধ হোক। এই অবধি ঠিক আছে। কিন্তু ক্যাপ্টেন? কয়েক দিন আগেও মনে হচ্ছিল, শুভমন গিলের নেতৃত্ব পাওয়া সময়ের অপেক্ষা। প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞরা আবার মনে করছেন, হঠাৎ করে শুভমনকে ফায়ারিং স্কোয়াডের সামনে ফেলে না দেওয়াই উচিত। তা হলে কে! ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে সদ্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। সূত্রের খবর, মুম্বইতে শুধু এর জন্যই ছিলেন না গম্ভীর। বোর্ডের সদর দফতরে দীর্ঘ মিটিংও হয়েছে ক্যাপ্টেন বাছাই নিয়ে। নানা প্রশ্নও উঠে আসছে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সেটা একান্ত তাঁদের সিদ্ধান্ত না বাধ্য করা হয়েছে, এই নিয়ে অনেক অঙ্কই কাজ করছে। তেমনই ক্যাপ্টেন বাছাই নিয়েও। বোর্ড কর্তাদের সঙ্গে দীর্ঘ মিটিং হলেও ক্যাপ্টেন সিলেকশন নিয়ে দ্বিমত রয়েছে। টেস্টে রোহিতের ডেপুটি ছিলেন জসপ্রীত বুমরা। হিসেব অনুযায়ী, তাঁর ক্যাপ্টেন্সি পাওয়ার কথা। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টে বুমরার গুরুতর চোট এবং মাঠ থেকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া, তিন মাসেরও বেশি সময় বাইরে থাকা। তার আগেও পিঠের চোটের কারণে বছরখানেক বাইরে থাকতে হয়েছিল বুমরাকে। প্রশ্ন এখানেই। মাঠে হঠাৎ চোট লাগা কারও হাতে নেই। কিন্তু দীর্ঘ মেয়াদী চোট, যা পেসারদের ক্ষেত্রে নতুন নয়। ফলে ইংল্যান্ডে বুমরা থাকবেন, কিন্তু পাঁচ টেস্টেই তাঁকে খেলানো সম্ভব কি না, সেই প্রশ্নও থাকছে।

সূত্রের আরও খবর, তারকা পুজো বন্ধ করতেই নতুন মুখ চান গম্ভীর। রোহিতের অবসরের পর থেকেই যেটা শোনা যাচ্ছিল শুভমন গিলকে নেতৃত্ব দেওয়া হতে পারে। ভারতীয় ক্রিকেটের অনেক প্রভাবশালীই মনে করছেন, তাঁকে ক্যাপ্টেন্সি দেওয়াটা কোনও সমস্যা নয়, কিন্তু টিমের সকলের সম্মান আদায় করে নিতে পারবেন তো? সিনিয়রদের ম্যানেজ করতে পারবেন তো তরুণ শুভমন?

এমন অনেক কারণে রবি শাস্ত্রীকেও তাঁর সেরা সময়ে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি। তেমনই মাঠের বাইরের নানা কারণে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সি পাননি প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নও। ভারতীয় দলে আর কে বিকল্প হতে পারেন? ম্যাচ উইনারের নিরিখে দেখলে বুমরার পর যাঁর কথা মাথায় আসে, তিনি ঋষভ পন্থ। তা হলে কি সেদিকেই ঝুঁকবেন গম্ভীর ও নির্বাচকরা? এখানে আরও একটা পরিস্থিতি কাজ করছে, ক্যাপ্টেন্সির দৌড়ে সবচেয়ে যোগ্য জসপ্রীত বুমরা বিষয়টিকে কী ভাবে নেবেন? নানা প্রশ্নের সামনে ক্যাপ্টেন বাছতে যেন হিমসিম অবস্থা। তবে এটা ঠিক, বুমরাকে ক্যাপ্টেন করা হলে ভাইস ক্যাপ্টেন বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে।