কলকাতা: বছর তিনেক পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আর কামব্যাক ম্যাচ তিনি রাঙিয়েছেন ৩ উইকেট নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রের ম্যাচের শেষে মিস্ট্রি স্পিনার বরুণ আবেগতাড়িত হয়ে পড়েন। জানান, ৩ বছর পর জাতীয় দলের হয়ে ফের খেলা তাঁর কাছে খুবই আবেগঘন মুহূর্ত। তাঁর মনে হয়েছে যেন পুনরায় জীবন পেয়েছেন। এ তো গেল বরুণের অনুভূতির কথা। ম্যাচ শেষে এক অন্য দৃশ্যও দেখা গিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে বরুণের ক্লাস নিচ্ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল। আর যা দেখে চুপ থাকতে পারেননি ভারতের প্রাক্তন হেড কোচ। রবি শাস্ত্রী জিও সিনেমাকে সেই প্রসঙ্গে নিজের মন্তব্য জানিয়েছেন।
আসলে সোশ্যাল মিডিয়ায় ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ শেষে বরুণ চক্রবর্তী, গৌতম গম্ভীর এবং মর্নি মর্কেলের এক ছবি ভাইরাল। যেখানে দেখা যায় গৌতম গভীর ভাবে কিছু বোঝানোর চেষ্টা করছেন বরুণকে। সম্ভবত টেকনিক্যাল বিষয়ে বরুণের সঙ্গে কথা বলছিলেন গম্ভীর ও মর্কেল। কেকেআরে মেন্টর থাকাকালীন গম্ভীর খুব কাছ থেকে দেখেছেন বরুণকে। ফলে গৌতি জানেন, বরুণের শক্তি-দুর্বলতাও।
ফলে এ ভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের শেষে তাই তাঁদের কথা বলতে দেখে জিও সিনেমাতে রবি শাস্ত্রী বলেন, ‘দেখা যাচ্ছে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলছে বরুণ চক্রবর্তী। ও তিনটে উইকেট নিয়েছে। গম্ভীর কেকেআরে ওকে অনেকটা সময় দেখেছে। হয়তো ওকে গম্ভীর বোঝাচ্ছিল ওর বলের গতি নিয়ে, বা কোন জায়গায় ওর বল করা উচিত, সেটা নিয়ে। বোলিং কোচ মর্নি মর্কেলও সেখানে রয়েছে। ফলে বরুণের খেলাতে কিছু ট্যাক্টিকেলি যোগ করার হলে, সেটাও করতে পারবে।’
Head coach Gautam Gambhir having a chat with Varun Chakravarthy after the win against Bangladesh
💜💜#INDvBAN pic.twitter.com/b0ZguU62On— Sudhanshu Singh (@iamsuds98) October 7, 2024
MOMENT OF THE MATCH !!!
Gautam Gambhir and Morne Morkel sharing valuable tips to Varun Chakravarthy after the match. #indvsbangladesh #INDvsBAN #indiavsbangladesh #t20Cricket #VarunChakravarthy #gautamgambhir #MorneMorkel pic.twitter.com/50wSleLi22
— Priyanshu Kumar (@priyanshusports) October 6, 2024
বাংলাদেশকে প্রথম টি-২০তে হারিয়েছে ভারত। ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে স্কাইয়ের দল। সেখানে বরুণ অবদান রাখতে পারায় খুশি। এ বছরের আইপিএল ভালোই কেটেছে বরুণের। তিনি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কেকেআরের হয়ে সর্বাধিক উইকেটও নিয়েছেন। ১৪ ম্যাচে ২১টি উইকেট। এরপর তিনি রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ডিন্ডিগুল ড্রাগনস টিমের হয়ে খেলেন। টুর্নামেন্টে নেন ১২টি উইকেট। এ বার জাতীয় দলে প্রত্যাবর্তনটাও ভালো হল। বছরের শেষটা তিনি এভাবেই দলের হয়ে ভালো খেলে কাটাবেন, আশাবাদী।