Glenn Maxwell: বোলিংই করতে চাননি ম্যাক্সওয়েল! নিয়েছেন জোড়া উইকেট…

Mar 26, 2024 | 3:04 PM

Royal Challengers Bengaluru: পেসাররা উইকেট তুলতে পারছিলেন না। পঞ্জাব ইনিংস ক্রমশ জমাট বাঁধছিল। এমন সময় আক্রমণে আনা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। অথচ চিন্নাস্বামীর পিচে তিনি বোলিং করবেন না বলেই ঠিক করেছিলেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ব্য়াটারদের স্বর্গ হিসেবে পরিচিত। বাউন্ডারিও ছোট। ফলে এই মাঠে প্রচুর রান হয়।

Glenn Maxwell: বোলিংই করতে চাননি ম্যাক্সওয়েল! নিয়েছেন জোড়া উইকেট...
Image Credit source: IPL

Follow Us

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির জয়ে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিরাট কোহলি, তেমনই বোলিংয়ে গ্লেন ম্যাক্সওয়েলের কথা ভুললে চলবে না। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। পাওয়ার প্লে-তে মাত্র এক উইকেট নিতে পেরেছিল আরসিবি। সৌজন্যে মহম্মদ সিরাজ। নতুন বলে দাগ কাটতে ব্যর্থ আর কেউই। ট্রাই করা হয় ক্যামেরন গ্রিনকেও। লাভ হয়নি। পাওয়ার-প্লে শেষে অবশেষে স্বস্তি।

পেসাররা উইকেট তুলতে পারছিলেন না। পঞ্জাব ইনিংস ক্রমশ জমাট বাঁধছিল। এমন সময় আক্রমণে আনা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। অথচ চিন্নাস্বামীর পিচে তিনি বোলিং করবেন না বলেই ঠিক করেছিলেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ব্য়াটারদের স্বর্গ হিসেবে পরিচিত। বাউন্ডারিও ছোট। ফলে এই মাঠে প্রচুর রান হয়। এমন পরিস্থিতিতে মহম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফের মতো প্রথম সারির বোলাররা ভালো পারফর্ম করবেন এমনটাই প্রত্যাশা ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। কিন্তু তা হয়নি।

পাওয়ার-প্লে শেষ হতেই আক্রমণে আনা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। শিখর ধাওয়ান এবং প্রভসিমরন সিংয়ের মতো দুই সেট ব্যাটারের উইকেট নেন ম্যাক্সি। তার আগে ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় ম্যাক্সওয়েল বলেন, ‘চিন্নাস্বামীতে বোলিং না করাই পছন্দ করব। আমাদের টিমে ক্যামেরন গ্রিনের মতো বোলার রয়েছে। ওকে যেন কত টাকায় নেওয়া হয়েছিল? ৪৫ মিলিয়ন ডলারে না?’

গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন ক্যামেরন গ্রিন। এই অজি পেস বোলিং অলরাউন্ডারকে শেষ মুহূর্তে ট্রেডিংয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকে ১৭.৫ কোটি টাকায় ট্রেডিংয়ে নেওয়া হয়েছিল।

Next Article