GT vs RR Highlights, IPL 2023: রুদ্ধশ্বাস জয়, প্রথম বার হার্দিকদের হারাল রাজস্থান
Gujarat Titans vs Rajasthan Royals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আমেদাবাদ: ১৬ তম আইপিএলের (IPL 2023) লড়াই দিন দিন জমে উঠছে। আজ রবিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দুই দলই তাদের শেষ ম্যাচে জিতেছিল। হেড টু হেডে এর আগে গত বারের আইপিএলে মোট ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে ছিল ফাইনালও। ৩ বারই জিতেছিল গুজরাট টাইটান্স। চতুর্থ সাক্ষাতেও ম্য়াচের বেশির ভাগ সময় এগিয়ে ছিল গুজরাট টাইটান্সই। তবে সঞ্জু স্য়ামসনের বিধ্বংসী ইনিংস এবং শেষ দিকে শিমরন হেটমায়ার। প্রথম বার গুজরাট টাইটান্সকে হারাল রাজস্থান রয়্যালস। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন গুজরাট-রাজস্থান ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
প্রথম আইপিএল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অভিষেক হল টাইটান্সের আফগান তরুণ নুর আহমেদের। স্যামসনকে আউট করে টাইটান্সকে ম্যাচে ফিরিয়েছিলেন।
অতীতে ৩ বারের সাক্ষাতে গুজরাটের কাছে হেরেছিল রাজস্থান। প্রথম বার জয়।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিং নেয় রাজস্থান রয়্যালস।
- প্রথমে ব্যাট করে রাজস্থানকে ১৭৮ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স।
- পাওয়ার প্লে-তে অনবদ্য বোলিং হার্দিক পান্ডিয়া-মহম্মদ সামির।
- পাওয়ার প্লে-তে রাজস্থানের স্কোর ছিল ২৬ৃ-২।
- ইনিংসের মাঝপথে তাদের স্কোর দাঁড়ায় ৫৩-৩।
- সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংস। ৩২ বলে ৬০ রান করেন।
- শেষ দিকে হেটমায়ারের দাপট। ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস।
- ৪ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় রাজস্থানের।
- চার বারের সাক্ষাতে প্রথম বার গুজরাট টাইটান্সকে হারাল রাজস্থান।
-
সামির নাটকীয় ওভার
১৯ তম ওভারে বোলিংয়ে সামি। ওভার শুরু ছয় দিয়ে। পরের বলেই উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ক্রিজে এসেই বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারেন। এরপরই উইকেট। রোমাঞ্চকর পরিস্থিতি।
-
-
নুর…
কেরিয়ারের প্রথম আইপিএল। অবশেষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার সুযোগ পেলেন আফগান তরুণ নুর আহমেদ। প্রথম ওভারে ১৩ রান দিলেও বিধ্বংসী মেজাজে থাকা সঞ্জু স্যামসনের উইকেট নিলেন নুর। ৩২ বলে ৬০ রানে ফিরলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।
-
কঠিন পরিস্থিতিতে দারুণ লড়াই
দল বেকায়দায়। অনবদ্য ইনিংস সঞ্জু স্যামসনের। অর্ধশতরান করলেন রাজস্থান রয়্য়ালস অধিনায়ক।
-
হার্দিকের কামব্যাক!
নতুন বলে টিমকে ব্রেক থ্রু দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্লিপে শুভমনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী জয়সোয়াল।ইনিংসের দ্বিতীয় তথা নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট।
-
-
রান তাড়া করতে নামল রাজস্থান
টার্গেট ১৭৮। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।
-
গুজরাটের ইনিংস শেষ
- নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলল গুজরাট টাইটান্স।
- রাজস্থান রয়্যালসের টার্গেট ১৭৮।
- গুজরাটের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ডেভিড মিলার ৪৬।
- রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি, ২টি উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা।
-
১ রান করে ফিরলেন রশিদ
১ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়লেন রশিদ খান।
-
মিলার আউট
হাফসেঞ্চুরি হাতছাড়া করে আউট ডেভিড মিলার। ৪৬ রান করে মাঠ ছাড়লেন মিলার। শেষ ওভারে সন্দীপ শর্মা তুলে নিলেন মিলারের উইকেট।
-
অভিনব আউট
১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়লেন অভিনব মনোহর।
-
মনোহরের জোড়া ছক্কা
১৮তম ওভারে ট্রেন্ট বোল্টের বলে জোড়া ছক্কা হাঁকালেন অভিনব মনোহর।
-
রাজস্থানের ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামল
১৭ ওভার শেষ হওয়ার পর যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন দেবদত্ত পাড়িক্কাল।
-
হাফসেঞ্চুরির সামনে এসে আউট গিল
ঘরের মাঠে হাফসেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন শুভমন গিল। সন্দীপ শর্মা তুলে নিলেন গিলের উইকেট। ৪৫ রান করে মাঠ ছাড়লেন গিল।
-
গুজরাটের ইনিংস বাকি ৫ ওভারের
১৫ ওভার শেষ গুজরাটের স্কোর ৩ উইকেটে ১১৯। ক্রিজে শুভমন গিল (৪৩*) ও ডেভিড মিলার (২০*)।
-
ক্যাচ মিস
৬ রানের মাথায় ডেভিড মিলারকে কট অ্যান্ড বোল্ড করার সুযোগ হাতছাড়া করলেন অ্যাডাম জাম্পা। পরবর্তীতে মিলারই রাজস্থানকে চাপে ফেলবে না তো?
-
হার্দিক আউট
১৯ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া। রাজস্থানকে তৃতীয় উইকেট এনে দিলেন যুজবেন্দ্র চাহাল।
-
১০ ওভারে GT ৮৮/২
ইনিংসের মাঝপথে গুজরাটের স্কোর ২ উইকেটে ৮৮। ক্রিজে হার্দিক পান্ডিয়া (২৭*) ও শুভমন গিল (৩৫*)।
-
হার্দিকের ২০০০ রান
আইপিএলে হার্দিক পান্ডিয়া আজ ১১১ তম ম্যাচে খেলতে নেমেছেন। অষ্টম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ৪ মেরে আইপিএলে ২০০০ রান পূর্ণ।
Just another day of Hardik bhai achieving milestones ??
Congratulations, Captain Pandya ?#GT – 65/2 (7.4 overs)#AavaDe | #GTvRR | #TATAIPL 2023 pic.twitter.com/NElSiUYt4Y
— Gujarat Titans (@gujarat_titans) April 16, 2023
-
পাওয়ার প্লে শেষ
- গুজরাটের পাওয়ার প্লে শেষ
- প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে গুজরাট
- ক্রিজে হার্দিক পান্ডিয়া ও শুভমন গিল
-
৫ ওভারে গুজরাট ৩২/২
- গুজরাটের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ
- শুরুর ৫ ওভারের মধ্যে ২টি উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে গুজরাট
-
সাই সুদর্শন আউট
রান আউট হয়ে মাঠ ছাড়লেন সাই সুদর্শন। ২০ রান করে মাঠ ছাড়লেন গিল।
-
GT ইনিংসের ৩ ওভার শেষ
৩ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ২৪। ক্রিজে সাই সুদর্শন ও শুভমন গিল।
-
ঋদ্ধি আউট
প্রথম ওভারের তৃতীয় বলে ঋদ্ধিমান সাহা আউট। সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেল তিনজন মিলে ঋদ্ধির উইকেট নেওয়ার চেষ্টা করেছিলেন। অবশেষে ক্যাচ নেন ট্রেন্ট বোল্ট।
-
গুজরাটের ইনিংস শুরু
গুজরাটের হয়ে ওপেনিংয়ে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। বোলিংয়ে ইনিংসের সূচনায় ট্রেন্ট বোল্ট।
-
RR এর একাদশ
রাজস্থানের একাদশ – জস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা ও সন্দীপ শর্মা।
সাবস্টিটিউট – দেবদত্ত পাড়িক্কাল, ডোনোভান ফেরেইরা, জো রুট, মুরুগান অশ্বিন ও নবদীপ সাইনি।
-
GT-র একাদশ
গুজরাটের একাদশ – ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ সামি ও মোহিত শর্মা।
সাবস্টিটিউট – জস লিটল, জয়ন্ত যাদব, নুর আহমেদ, কেএস ভরত ও দাসুন শানাকা।
-
টস আপডেট
আমেদাবাদে টস জিতে হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
-
হেড টু হেড
গত বারের আইপিএলের মোট ৩ বার মুখোমুখি হয়েছিল ২ দল। সেই তিন বারের সাক্ষাতেই রাজস্থানকে হারিয়েছিল গুজরাট।
-
সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচ শুরু হবে ঘণ্টাখানেক পর
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিকে চলছে মুম্বই বনাম কেকেআর ম্যাচ। আর ১ ঘণ্টা পর আমেদাবাদে শুরু হবে গুজরাট বনাম রাজস্থান ম্যাচ।
Published On - Apr 16,2023 6:30 PM