GG vs RCB Highlights, WPL 2023 : রুদ্ধশ্বাস ম্যাচ, WPL-এ প্রথম জয় গুজরাট জায়ান্টসের
Gujarat Giants vs Royal Challengers Bangalore Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি গুজরাট জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।

মুম্বই: গত শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। দু-দলই প্রথম জয়ের খোঁজে ছিল। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। আরসিবির টপ অর্ডারে লম্বা ইনিংস খেলতে দেখা যায়নি কাউকে। সেটাই তাদের মূল সমস্য়া। শুরুটা ভালো হলেও পার্টনারশিপ হচ্ছিল না। এ দিনও তাই হল। গুজরাট জায়ান্টসের ভারপ্রাপ্ত অধিনায়ক স্নেহ রানা টসে জিতে ব্যাটিং নেন। সোফিয়া ডাঙ্কলি, হরলীন দেওলের দুর্দান্ত ব্যাটিংয়ে আরসিবিকে ২০২ রানের বড় লক্ষ্য দেয় গুজরাট। সোফি ডিভাইনের মরিয়া লড়াইয়েও ১১ রানে হার। টানা তিন ম্যাচে হার আরসিবির। WPL এ গুজরাট জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
শেষ ওভার থ্রিলার
শেষ ওভারে ২৪ রান প্রয়োজন। বোলিংয়ে অ্যানাবেল সাদারল্যান্ড। স্ট্রাইকে পুনম খেমনার। উল্টোদিকে হেদার নাইট। প্রথম বলেই উইকেট। পুনম আউট। ক্রিজে শ্রেয়াঙ্কা পাটিল। ব্রিলিয়ান্ট ফিল্ডিং স্নেহ রানার। বাউন্ডারির জায়গায় মাত্র ১ রান। ৩ বলে ২২ রান প্রয়োজন। ওয়াইড-নো না হলে গুজরাটের জয় নিশ্চিত। শ্রেয়াঙ্কার বিশাল ছয়। ২ বলে ১৬ রান প্রয়োজন। ফের বাউন্ডারি। শেষ বলে ১২ রান দরকার। গুজরাটের প্রথম জয়। ১১ রানে হারাল আরসিবিকে।
-
সোফির অর্ধশতরান
৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন সোফি ডিভাইন। তিনি ক্রিজে থাকায় জয়ের আশা দেখছে আরসিবি।
-
-
ক্যাপ্টেন আউট
অনবদ্য শুরু হয়েছিল আরসিবির। সোফি ডিভাইন-স্মৃতি মান্ধানা জুটি ভাঙল দলীয় ৫৪ রানে। ১৪ বলে ১৮ রানে ফিরলেন স্মৃতি। হাই ক্যাচ, মিস করেননি মানসী যোশী। ক্রিজে এলিস পেরি।
-
বড় বিপদ থেকে বাঁচলেন অ্যানাবেল
সোফি ডিভাইন টেনিসের রিটার্নের মতো শট মেরেছিলেন। বোলার অ্যানাবেল সাদারল্য়ান্ডের দিকে দ্রুতগতিতে বল। অল্পের জন্য মাথা নামিয়ে বাঁচলেন অ্যানাবেল। বাউন্ডারির বদলে বড় রকমের বিপদ হতে পারত।
-
এক নজরে
- টসে জিতে ব্যাটিং নেয় গুজরাট জায়ান্টস।
- পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট নেয় আরসিবি।
- সোফিয়া ডাঙ্কলি ২৮ বলে ৬৫ এবং হরলীন দেওল ৪৫ বলে ৬৭ রান করেন।
- লোয়ার অর্ডারে নিয়মিত উইকেট হারায় গুজরাট।
- নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান গুজরাট জায়ান্টসের।
-
-
নাইট-উইকেট
হেদার নাইটের গোল্ডেন আর্ম ফের কাজে এল। তাঁর বোলিংয়ে অনবদ্য স্টাম্পিং রিচা ঘোষের। ফিরলেন অ্যাশলে গার্ডনার।
-
আরসিবিকে স্বস্তি দিলেন শ্রেয়াঙ্কা
বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন সোফিয়া ডাঙ্কলি। মাত্র ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। শেষ অবধি শ্রেয়াঙ্কা পাটিল ফেরালেন তাঁকে। লং অফে ক্য়াচ নেন হেদার নাইট। মাত্র ২৮ বলে ৬৫ রান সোফিয়ার।
-
সোফিয়া হাফসেঞ্চুরি
মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন সোফিয়া ডাঙ্কলি। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্রুততম হাফসেঞ্চুরি।
-
উইকেট
মেডেন ওভারে ইনিংস শুরু হলেও রিকোভারি করেছিল গুজরাট জায়ান্টস। দ্বিতীয় ওভারে ৯ রান তোলে তারা। তৃতীয় ওভারে ১৩ রান উঠলেও শেষ বলে কট বিহাইন্ড সাব্বিনেনি মেঘনা।
-
মেডেন ওভারে শুরু
মেডেন ওভারে গুজরাট জায়ান্টসের ইনিংস শুরু। দ্বিতীয় ওভার থেকে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে চলেছেন গুজরাট ওপেনাররা।
-
ক্রিজে ওপেনিং জুটি
ক্রিজে গুজরাট জায়ান্টসের দুই ওপেনার সাব্বিনেনি মেঘনা ও সোফিয়া ডাঙ্কলি। আরসিবির হয়ে বোলিং ওপেন করবেন মেগান শুট।
-
একাদশ আপটেড
গুজরাট জায়ান্টস- সোফিয়া ডাঙ্কলি, সুষমা ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দয়ালান হেমলতা, স্নেহ রানা, হরলীন দেওল, তনুজা কানওয়ার, কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী যোশী, অ্যাশলে গার্ডনার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর- স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, কনিকা আহুজা, রিচা ঘোষ, হেদার নাইট, পুনম খেমনার, শ্রেয়াঙ্কা পাটিল, মেগান শুট, রেনুকা সিং, প্রীতি বোস
-
টস আপডেট
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের
-
টসের জন্য প্রস্তুত দুই অধিনায়ক
এই ম্যাচেও নেই গুজরাট জায়ান্টসের নিয়মিত অধিনায়ক বেথ মুনি। নেতৃত্ব দেবেন স্নেহ রানা। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে টসের জন্য প্রস্তুত।
-
গল্প বদলের ম্যাচ
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। কিছুক্ষণ পরই ব্রেবোর্ন স্টেডিয়ামে নামেছে গুজরাট জায়ান্টস ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। দু-দলই জোড়া হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। লাইভ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
Published On - Mar 08,2023 6:30 PM





