Happy Birthday MS Dhoni: ‘বড় ভাই’য়ের জন্মদিনে আবেগী বার্তা বিরাটের, শুভেচ্ছা এল ওয়াঘার ওপার থেকেও

এম এস ধোনি। এই নামটার অনুরাগীর সংখ্যাটা ঠিক কত সেটা অনুমান করাটা একটু মুশকিল। ৪১তম জন্মদিনে বুধবার মধ্যরাত থেকে শুভেচ্ছায় ভাসছেন মাহি। দেশে-বিদেশের বর্তমান, প্রাক্তন ক্রিকেটারদের একের পর এক টুইট। শুভেচ্ছা এসেছে ওয়াঘার ওপার থেকেও।

Happy Birthday MS Dhoni: 'বড় ভাই'য়ের জন্মদিনে আবেগী বার্তা বিরাটের, শুভেচ্ছা এল ওয়াঘার ওপার থেকেও
শুভেচ্ছায় ভাসছেন ক্যাপ্টেন কুলImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 1:33 PM

নয়াদিল্লি: রাঁচির মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্ব ক্রিকেটকে শাসন। মহেন্দ্র সিং ধোনি কোটি কোটি ভারতীয়র অনুপ্রেরণা। ৪০টা বসন্ত পার করে ধোনি আজ ৪১-এ পা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলের মঞ্চেও সেই আগের ধার চোখে পড়ে না। বয়স বা ফর্ম যাই হোক, ৭ জুলাই দিনটি তাঁর লাখো অনুরাগীর কাছে উৎসবের দিন। জন্মদিনের এক সপ্তাহ আগে থেকে ট্রেন্ডিং #Happybirthdaymsdhoni। বিরাট কোহলি, বীরেন্দ্র সেওয়াগ, ইশান্ত শর্মা, সুরেশ রায়নারা তো রয়েছেনই। বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা ভেসে এসেছে পাকিস্তান থেকেও।

বিরাট কোহলি: সম্পর্কটা শুধু বাইশ গজে টিকে নেই। মহেন্দ্র সিং ধোনিকে বড় ভাইয়ের মতো দেখেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনে মাহিকে শুভেচ্ছা জানানোর পোস্টে ঝরে পড়ল বিরাট আবেগ। লিখলেন, “তোমার মতো নেতা আর কেউ নেই। ভারতীয় ক্রিকেটের জন্য তোমার অবদানের জন্য ধন্যবাদ। সময়ের সঙ্গে আমার বড় ভাই হয়ে উঠেছ। ভালোবাসা ও শ্রদ্ধা। হ্যাপি বার্থডে অধিনায়ক।”

শাহনওয়াজ দাহানি: পাকিস্তানের জাতীয় দলের ডানহাতি জোরে বোলার শুভেচ্ছার পাশাপাশি অনুরোধও রাখলেন। শাহনওয়াজ লিখলেন,”সর্বকালের সেরা ফিনিশার, অনুপ্রেরণা এবং আদর্শ। জন্মদিনের শুভেচ্ছা স্যর। ক্রিকেট খেলার জন্য আপনি এখনও যথেষ্ট ফিট এবং তরতাজা। প্লিজ আরও কয়েকটা বছর আমাদের আনন্দ দিয়ে যান।”

বীরেন্দ্র সেওয়াগ: নিজস্ব ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়ে সেওয়াগের বার্তা, “ফুলস্টপ না বসালে একটি বাক্য শেষ হয় না। সেরকমই ধোনি যতক্ষণ ক্রিজে থাকে ততক্ষণ ম্যাচ সম্পূর্ণ হয় না। মহেন্দ্র সিং ধোনির মতো খেলোয়াড় থাকার সৌভাগ্য সব টিমের হয় না। হ্যাপি বার্থডে এমএস ধোনি। ওম হেলিকপ্টারায়া নমঃ।”

বিসিসিআই: একজন আদর্শ ও অনুপ্রেরণাদায়ক মানুষ। প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটের সেরা মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

সুরেশ রায়না: শুভ জন্মদিন বিগ ব্রাদার। জীবনের প্রতিটি পর্যায়ে তোমার সমর্থন পেয়েছি। তোমাকে মেন্টর হিসেবে পেয়েছি। তোমাকে অনেক ভালোবাসা মাহি ভাই। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। বছরটা ভালো কাটুক।