Hardik Pandya: GT-র কাছে হারের ধাক্কার পরই বড়সড় শাস্তির মুখে হার্দিক পান্ডিয়া
MI, IPL 2025: এ বারের আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার ২টিতেই হেরেছেন রোহিত শর্মারা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ মরসুমের প্রথম ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানে হেরেছে এমআই।

কলকাতা: শাস্তি আর হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিশেষ কোনও যোগ আছে? তা বুঝতে ক্যালকুলেটর হাতে তুলে নিয়েছেন ক্রিকেট প্রেমীরা। ‘সাবালক’ আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিকের শুরুটা ভালো হল না। শুভমন গিলের গুজরাট টাইটান্সের কাছে হারের ক্ষতে প্রলেপ পড়ার আগেই বড়সড় শাস্তির মুখে এমআই ক্যাপ্টেন। কী শাস্তি পেলেন হার্দিক? জেনে নিন বিস্তারিত।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ছিল গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। ওই ম্যাচে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ৯ উইকেটে ১৯৬ রান তুলে থামে গুজরাট। এরপর রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬০-এ থামে মুম্বই। যার ফলে ৩৬ রানের ব্যবধানে জয় গিলের গুজরাটের। এই নিয়ে চলতি আইপিএলে পরপর ২টো ম্যাচ হারল মুম্বই। মরসুমের শুরুতে মুম্বইয়ের প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। গত মরসুমে মুম্বই তিন ম্যাচে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হার্দিক। সেই তিনি স্লো ওভার রেটের নির্বাসন কাটিয়ে ফিরেও শান্তি পেলেন না।
একে দলের হার, তার উপর ফের স্লো ওভার রেটের শাস্তি ভুগতে হচ্ছে হার্দিককে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিকের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এই আইপিএল মরসুমে গুজরাটের এটি প্রথম স্লো ওভার রেটের জরিমানা। আইপিএলের আচরণবিধির ২.২ ধারার অধীনে ন্যূনতম ওভার রেট অপরাধ লঙ্ঘন করেছে মুম্বই।
এই খবরটিও পড়ুন




উল্লেখ্য, এ বার থেকে আইপিএলে আর স্লো ওভার রেটের জন্য কোনও দলের অধিনায়ককে নির্বাসিত করা হবে না। আইসিসির নিয়মের মতো আইপিএলেও এ বার ডেমেরিট পয়েন্ট থাকছে। নির্বাসনের নিয়ম তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য কোনও দলের অধিনায়কের সর্বোচ্চ শাস্তি হতে পারে বড় অঙ্কের জরিমানা। এ ছাড়াও স্লো ওভার রেটের জন্য ফিল্ডিং রেস্ট্রিকশন হতে পারে। যেমন – পাওয়ার প্লে-র পর ৫ ফিল্ডার বাউন্ডারিতে থাকতে পারেন। কিন্তু স্লো ওভার রেট থাকলে ইনিংসের শেষ ওভারে ৫ এর জায়গায় ৪ ফিল্ডার হতে পারে।





