কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সম্পর্ক কেমন? একাধিক ভারতীয় ক্রিকেট প্রেমীদের তা জানতে ইচ্ছে করে। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের সেরা হয়েছেন ভারতীয় অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা এই ফর্ম্যাটকে বিদায় জানান। তারপর মনে করা হচ্ছিল হার্দিককে ভারতের টি-২০ ক্যাপ্টেন করা হবে। কিন্তু তাঁর বদলে সূর্যকুমার যাদবকে ভারতের অধিনায়ক করা হয়। এর পর থেকে অনেকের ধরে নিয়েছিলেন ভারতের টি-২০ ক্যাপ্টেন স্কাই এবং কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে হয়তো দূরত্ব বাড়বে হার্দিকের। কিন্তু তেমনটা হয়নি। এ বার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজের পর হার্দিকের মুখে শোনা গেল সূর্য ও গম্ভীরকে নিয়ে বিশেষ মন্তব্য।
এই টি-২০ জয়ের কৃতিত্ব এই অলরাউন্ডার দিয়েছেন ক্যাপ্টেন সূর্য ও কোচ গম্ভীরকে। যে দলের কোচ ও অধিনায়ক ভয়ডরহীন ক্রিকেট খেলার লাইসেন্স দিয়েছেন, সেই টিমের হয়ে অবদান রাখতে পেলে আপ্লুত হার্দিক। সিরিজ সেরার পুরস্কার পাওয়ার পর হার্দিক বলেন, ‘অধিনায়ক এবং কোচ যে স্বাধীনতা দিয়েছেন, তা দলের সকলের জন্য দুর্দান্ত। যে সকল প্লেয়াররা এই টিমের হয়ে খেলছে প্রত্যেকের কাছে এটা একটা দারুণ বিষয়। কারণ দিন শেষে খেলাটা যদি আপনি উপভোগ করতে পারেন, তা হলেই আপনি নিজের সেরাটা দিতে পারবেন। যখন আপনি ড্রেসিংরুমের পরিবেশটা উপভোগ করতে পারবেন, যখন সবাই সকলের সাফল্য উপভোগ করবে, তখন আপনি আরও বেশি কিছু তুলে ধরতে চাইবেন।’
ফিটনেস প্রসঙ্গ উঠলে হার্দিক বলেন, ‘আমি মনে করি আমার ফিটনেস অনেক অবদান রেখেছে। শরীর এখন বেশ চনমনে রয়েছে। ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে। কিছুই বদলাবে না।’ ম্যাচে হার্দিকের সেরা শট সম্পর্কে জানতে চাওয়া হলে, হার্দিক জানান কভার অঞ্চলে মারা হেলিকপ্টার চিপ শটটি তাঁর মতে সেরা।