IND vs AUS, 1st ODI: ওডিআই ক্যাপ্টেন্সির অভিষেকেই সাহসী হার্দিক, বাদ দিলেন চাহালকে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 17, 2023 | 2:24 PM

প্রথম একাদশ বাছাইয়ে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে বেছে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। ওপেনিংয়ে দুই তরুণ শুভমন গিল এবং ইশান কিষাণ।

IND vs AUS, 1st ODI: ওডিআই ক্যাপ্টেন্সির অভিষেকেই সাহসী হার্দিক, বাদ দিলেন চাহালকে
Image Credit source: Twitter

মুম্বই: রান তাড়ায় নিজেদের পরীক্ষা করে দেখতে চান স্ট্য়ান্ড ইন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুক্রবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন্সির অভিষেকেই টস জেতেন হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। রান তাড়া করার লোভে প্রথমে ব্যাট করে বড় স্কোর খাড়া করার দিকে ঝুঁকলেন না ক্যাপ্টেন (Ind vs Aus)। অজিদের বিরুদ্ধে এই সিরিজ দিয়ে বছর শেষে ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রস্তুতি সারতে চায় ভারত। স্ট্যান্ড ইন ক্যাপ্টেনের সিদ্ধান্তে তারই আভাস পাওয়া গেল। প্রথম একাদশ বাছাইয়ে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে বেছে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। ওপেনিংয়ে দুই তরুণ শুভমন গিল এবং ইশান কিষাণ। মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলছেন লোকেশ রাহুল। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পরিসংখ্যান খুবই ভালো। হোম হোক বা অ্যাওয়ে সিরিজ। কিন্তু প্রায় এক দশক ধরে ভারতের ঝুলিতে নেই কোনও আইসিসি ট্রফি। আইসিসি টুর্নামেন্টে ভারতের সাম্প্রতিক হতাশার উদাহরণ গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হার। ১০ উইকেটে হারের লজ্জা। শুক্রবারের ম্যাচের আগেই স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া জানিয়ে দিয়েছিলেন, টিম বিশেষ কিছু বদল চায় না। তবে এই দ্বিপাক্ষিক সিরিজগুলি থেকে ভুলত্রুটি শুধরে নিতে চায়। আরও একটু সাহসী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন হার্দিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে তারই ঝলক দেখা গিয়েছে। ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে রানের পাহাড় তুলে ফেলতে পারেন অজিরা। সেক্ষেত্রে রান তাড়া করে জেতা কঠিন হয়ে পড়বে। প্রতিকূল পরিস্থিতি থেকে দলকে বের করে এনে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা কতটা খাটে সেটাই দেখার।

পাঁচবারের বিশ্বকাপজয়ীরাও ভারতের বিরুদ্ধে এই সিরিজ খেলে প্রস্তুতি শুরু করতে চায়। দলের গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড ওয়ার্নারকে বাদ দিয়ে একাদশ গড়েছে অস্ট্রেলিয়া টিম। একেবারেই ফর্মে নেই ওয়ার্নার। বর্ডার-গাভাসকর সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন। এরপর চোট পান। ওডিআই সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা করে নেওয়ার জন্য তরুণ ব্যাটারদের সঙ্গে লড়াই চলবে তাঁর। চোট সারিয়ে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিসরা।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla