WPL Auction: রাতারাতি কোটিপতি স্মৃতি-হরমনরা, টিভির সামনে নাচানাচি-উচ্ছ্বাস
নিলামের শুরুতেই প্রথম নাম ওঠে স্মৃতির। ভারতীয় দলের এই বিধ্বংসী ওপেনারকে দলে টানার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি ঝাঁপাল প্রত্যাশিতভাবেই।
কলকাতা: মুম্বইয়ে চলছে উইমেন্স প্রিমিয়র লিগের অকশন (WPL Auction)। একের পর এক ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হচ্ছে হাতুড়ির তলায়। ঠিক এমন সময় টি-২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকায় ভারতের মহিলা ক্রিকেট দল। মন পড়ে রয়েছে দেশে। তাতে কী? নিলাম শুরু হতেই ড্রেসিংরুমে টিভির সামনে বসে পড়েন স্মৃতি, রিচা, দীপ্তিরা। নিলামের শুরুতেই প্রথম নাম ওঠে স্মৃতির। ভারতীয় দলের এই বিধ্বংসী ওপেনারকে দলে টানার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি ঝাঁপাল প্রত্যাশিতভাবেই। ফ্র্যাঞ্চাইজিগুলি খুব ভালোমতোই জানে স্মৃতির মতো ব্যাটার দলে থাকার অর্থ। প্রত্যাশা মতোই দেশের তারকা ব্যাটারের (Smriti Mandhana) জন্য চলল হাড্ডাহাড্ডি লড়াই। কত টাকায়, কোন দল কিনল স্মৃতিকে? বিস্তারিত TV9 Bangla-য়।
৫০ লাখ টাকার বেস প্রাইস দিয়ে শুরু হয়েছিল। স্মৃতির দর গিয়ে থামল ৩ কোটি ৪০ লাখ টাকায়! শেষ হাসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। শুধু ভারতীয়দের মধ্যেই নয়, এখনও পর্যন্ত উইমেন্স প্রিমিয়র লিগের অকশনে সর্বোচ্চ দাম দিয়ে স্মৃতিকে দলে নিয়েছে । প্রায় সাড়ে তিন কোটি টাকায় বিরাট কোহলির দল কিনে নিয়েছে স্মৃতি। একইসঙ্গে আরসিবি পেয়ে গেল তাঁদের অধিনায়ককে। এদিকে স্মৃতির জন্য লড়াই যত এগিয়েছে টিভির সামনে বসা ভারতীয় দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস আকাশ ছুঁয়েছে। ড্রেসিংরুমে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলেন মেয়েরা। ৩ কোটি ৪০ লাখ টাকায় শেষ হাতুড়ি পড়তেই মান্ধানাকে ঘিরে সেলিব্রেশন শুরু হয়ে যায়। এদিন ভারতীয় দলের জার্সি পরেই নিলাম দেখতে টিভির সামনে বসে পড়েছিলেন স্মৃতি। তাঁর মুখের হাসিই বলে দিচ্ছিল কতটা খুশি তিনি।
Wholesome content alert! ?? The first ever #WPL player @mandhana_smriti and her team-mates reacting to her signing with RCB ? pic.twitter.com/gzRLSllFl2
— JioCinema (@JioCinema) February 13, 2023
অধিনায়ক হরমনপ্রীত কউরকে ১ কোটি ৮০ লাখ টাকায় দলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এর চেয়ে বেশি দর না ওঠায় সঞ্চালকরাও চমকে গিয়েছেন। হরমনপ্রীতকে দলে নেওয়ায় মুম্বইও পেয়ে গিয়েছে তাদের অধিনায়ককে। সাদা টি শার্ট পরে টিভির সামনে বসেছিলেন হরমন। মুম্বই তাঁকে দলে নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের বাকি সদস্যরা। হরমনকেও মুখে হাত রেখে হাসতে দেখা যায়।
?Look at them cheer! Candid reaction of India’s women’s team in South Africa when their Captain went to the Mumbai Indians! ? @ImHarmanpreet #WPLAuction | @mipaltan https://t.co/TyXB9IiUSi pic.twitter.com/AGzapbhMB3
— JioCinema (@JioCinema) February 13, 2023