IND vs BAN: হায়দরাবাদে হর্ষিত রানার ডেবিউ? গম্ভীরের ডেপুটি দিলেন যে ইঙ্গিত…
India vs Bangladesh, 3rd T20I: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ২টো টি-২০ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিরিজ যেহেতু জিতে নিয়েছে টিম ইন্ডিয়া, তাই হায়দরাবাদে আগামিকাল মেন ইন ব্লু একাদশে পরিবর্তন দেখা যেতে পারে।
কলকাতা: একঝাঁক তরুণ তুর্কি নিয়ে দেশের মাটিতে বাংলাদেশকে টি-২০ সিরিজে হারিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের টি-২০ সিরিজের একখানা ম্যাচ অবশ্য বাকি রয়েছে। কিন্তু গোয়ালিয়র, নয়াদিল্লিতে জোড়া ম্যাচ জিতে সিরিজ ২-০ এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। তৃতীয় টি-২০ ম্যাচ হায়দারাবাদে হবে আগামিকাল। এই টি-২০ সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হয়েছে নীতীশ কুমার রেড্ডি ও মায়াঙ্ক যাদবের। আর এক ক্রিকেটারের অভিষেক হওয়ার অপেক্ষায় রয়েছেন অনেক ক্রিকেট প্রেমী। তিনি হর্ষিত রানা (Harshit Rana)। হায়দরাবাদে কি হর্ষিত রানার ডেবিউ হবে? ম্যাচের আগে প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরের ডেপুটি দিয়েছেন এক ইঙ্গিত।
দূর্বল দলের বিরুদ্ধে খেলার সময় নিজেদের সেরা প্লেয়ারদের খুঁজে পাওয়া যায়। এমনটাই যেন বলতে চেয়েছেন গম্ভীরের ডেপুটি রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, ‘আগামী ১৮ মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এমন টিম খেলাচ্ছি যেখানে জীতেশ শর্মা, তিলক ভার্মা, হর্ষিত রানারা সুযোগ পাচ্ছে না। তবে এটাই সুযোগ ওদের দেখে নেওয়ার। কেমন পারফর্ম করছে এবং ওদের থেকে সেরাটা বের করতে হবে। পরবর্তী ১৮ মাসে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।’
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ২টো টি-২০ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিরিজ যেহেতু জিতে নিয়েছে টিম ইন্ডিয়া, তাই হায়দরাবাদে আগামিকাল মেন ইন ব্লু একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। তিলক, জীতেশ, হর্ষিতদের আগামিকাল একাদশে দেখলে অবাক হওয়ার থাকবে না। গম্ভীরের ডেপুটি রায়ানের কথাতে যে ইঙ্গিত মিলেছে, তাতে হর্ষিতের হায়দরাবাদে অভিষেক হওয়ার গন্ধও আসছে।
এই খবরটিও পড়ুন
রায়ানের কথায় এটা পরিষ্কার যে, ভারতীয় টিমে এখন বিরাট প্রতিযোগিতার সময়। যে ক্রিকেটাররা দলে রয়েছেন, তাঁরা সকলেই শক্তিশালী। এখন যাঁরা টিমের বাইরে রয়েছেন, তাঁদের ভাবনাতেও একটা জিনিস আসছে, যে ভালো পারফর্ম করতে হবে, সেইরকম ইনিংস খেলতে হবে, যাতে ওয়েটিং লিস্টে থাকতে না হয়।