IND vs PAK: মরুশহরে মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ, ইতিহাস সাক্ষী রয়েছে…
ICC Champions Trophy: হাইব্রিড মডেলে চলতি মিনি বিশ্বকাপে খেলছে টিম ইন্ডিয়া। রবিবাসরীয় ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন ওডিআইতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নাকি পাকিস্তান এগিয়ে কোন দল।

দুবাই: মিনি বিশ্বকাপে বেশ ছন্দে রয়েছে রোহিত শর্মার মেন ইন ব্লু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুভারম্ভ করেছেন শুভমন গিল-মহম্মদ সামিরা। এ বার পাক-বধ করতে পারলেই শেষ চারে পৌঁছে যাবে ভারত। রবি-দুপুরে তাই প্রাণপণ সেই চেষ্টাই করবেন ভারতীয় ক্রিকেটাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হতে চলেছে এক হাড্ডাহাড্ডি ম্যাচের। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। তাই হাইব্রিড মডেলে খেলছে টিম ইন্ডিয়া। রবিবাসরীয় ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন ওডিআইতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নাকি পাকিস্তান এগিয়ে কোন দল।
ভারত-পাকিস্তান হেড টু হেড —
ওডিআইতে ভারত ও পাকিস্তান দুটো দল ১৩৫ বার মুখোমুখি হয়েছে। তাতে ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। আর ভারত জিতেছে ৫৭টি। ৫টি ম্যাচ অমীমাংসিত। পরিসংখ্যান যাই বলুক না কেন, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স খুবই ভালো। ২০১০ সাল থেকে ভারত ও পাকিস্তান ১৭টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। তাতে ১৭টি ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে ভারত। আর ৪টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচ অমীমাংসিত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক সাক্ষাতে এগিয়ে রয়েছে গ্রিন আর্মি। অতীতে মোট ৫ বার এই ইভেন্টে দুই দল মুখোমুখি হয়েছে। তাতে পাকিস্তান জিতেছে ৩ বার। আর ভারত ২ বার। ২০১৭ সালের ফাইনালে ১৮০ রানের বড় ব্যবধানে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। রবিবার দুবাইতে হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ। প্রসঙ্গত, এর আগে দুবাই স্টেডিয়ামে ২ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। আর দু’বারই জিতেছে টিম ইন্ডিয়া। ফলে রবিবার সেখানে স্কোরলাইন ৩-০ করার পালা।
