Ravichandran Ashwin: ক্রিকেটার কাম মেন্টর? দেশে ফিরেই ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

Dec 19, 2024 | 12:59 PM

CSK, IPL 2025: আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন ঠিকই, কিন্তু ক্রিকেটকে জীবন থেকে পুরোপুরি বাদ দেননি। এ বার তা হলে অশ্বিনকে দেখা যাবে ক্রিকেটার কাম মেন্টরের ভূমিকায়? পঁচিশের আইপিএলে তাঁকে সিএসকে জার্সিতে খেলতে দেখা যাবে।

Ravichandran Ashwin: ক্রিকেটার কাম মেন্টর? দেশে ফিরেই ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন
Ravichandran Ashwin: ক্রিকেটার কাম মেন্টর? দেশে ফিরেই ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit source: X

Follow Us

কলকাতা: হঠাৎ অবসরে নেই আক্ষেপ। ব্রিসবেন থেকে সোজা ভারতে ফিরেই নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেশের জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছেন অশ্বিন। বৃহস্পতিবার সকাল সকাল চেন্নাইয়ে নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিনিয়র তারকা ক্রিকেটার। এ বার তাঁকে ঠিক কোথায় অ্যাকশনে দেখা যাবে? এই প্রশ্ন তাঁর অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন ঠিকই, কিন্তু ক্রিকেটকে জীবন থেকে পুরোপুরি বাদ দেননি। এ বার তা হলে অশ্বিনকে দেখা যাবে ক্রিকেটার কাম মেন্টরের ভূমিকায়?

গাব্বা টেস্ট শেষে প্রেস কনফারেন্সে অশ্বিন জানিয়েছিলেন, তাঁর মধ্যে ক্রিকেট বাকি রয়েছে। ক্লাব ক্রিকেটে তা কাজে লাগাতে চান। ফলে পঁচিশের আইপিএলে যেমন অশ্বিনকে দেখা যাবে। তেমনই তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও অশ্বিনকে খেলতে দেখা যেতে পারে। অশ্বিন সিএসকের অ্যাকাডেমির গ্লোবাল ডিরেক্টর। আগামী বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে অশ্বিনকে। আইপিএল থেকে অবসর নেওয়ার পর অশ্বিনকে সিএসকে মেন্টরের দায়িত্বে বা কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে।

আপাতত অশ্বিন যে চেন্নাই সুপার কিংসের জার্সিতে পরের বছর খেলবেন এবং যতদিন পারবেন খেলবেন তা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি সিএসকের হয়ে খেলব। এবং যতদিন পারি খেলার চেষ্টা করব। আর সেটা করলে আশা করি সকলে অবাক হবেন না। আমি মনে করি না অশ্বিন ক্রিকেটার হিসেবে শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় ভারতীয় ক্রিকেটার অশ্বিন এটাকেই শেষের সঠিক সময় বলে মনে করেছে। ব্যস এটাই।’

এই খবরটিও পড়ুন

 

Next Article