Shreyas Iyer: কোন প্র্যাক্টিসে ম্যাচ জেতানো ইনিংস? ফাঁস করলেন শ্রেয়স আইয়ার
PBKS, IPL 2025: প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। ম্যাচ জিতে নিজের পারফরম্যান্স, ব্যাটিং, চেজ করার স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার। কী বললেন তিনি?

চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্য়াচে ১৯১ রান চেজ করে জয়ে ফিরল পঞ্জাব কিংস। বেঙ্গালুরুর বিরুদ্ধে সাত উইকেটে হার। তারপরে কলকাতায় বৃষ্টির জন্য ম্য়াচ বাতিল। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবলে দ্বিতীয় স্থানে পঞ্জাব। ম্য়াচে দুর্দান্ত খেলেছেন ক্রিকেটাররা। এক ওভারে চার উইকেট চাহালের, শ্রেয়স ও প্রভসিমরনের হাফসেঞ্চুরি, সব মিলে দারুণ খেলেছে পুরো দল।
ম্যাচ শেষে জয়ের অন্যতম কারিগর শ্রেয়স বলেছেন, ‘আমি রান তাড়া করতে ভালোবাসি। যখনই চেজ করার জন্য বড় রান বোর্ডে থাকে, বাকি ব্য়াটারদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে, দলের গতি বজায় রাখার দায়িত্ব থাকে, তখনই আমার মনে হয় আমি সাফল্য পাই।’
অ্যাওয়ে ম্য়াচে তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে কথা বলায় তিনি বলেছেন, ‘আমি খারাপ জিনিসটাকে বয়ে বেড়াতে চাই না। বল যেমন আসবে, সেই অনুযায়ী খেলতে চাই। কোথায় ব্যাট করতে নামছি, সেটা বড় কথা নয়। সব সময় নিজস্ব একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলি। কখনও স্ট্র্যাটেজি কাজে আসে, কখনও আসে না। কিছু দিন ধরে নেটে ফাস্ট বোলারদের মুখোমুখি হচ্ছি, বিশেষ করে নতুন বলে। এই ট্রেনিংটা আমাকে খুব সাহায্য করছে, খুবই আত্মবিশ্বাসী লাগছে।’
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-
