Shahid Afridi: ‘মোদীজিকে অনুরোধ করব’, ভারত-পাক ক্রিকেট নিয়ে আফ্রিদি

India vs Pakistan: তাহলে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড দুর্বল? আফ্রিদি অবশ্য এমন প্রশ্নে হকচকিয়ে যান।

Shahid Afridi: 'মোদীজিকে অনুরোধ করব', ভারত-পাক ক্রিকেট নিয়ে আফ্রিদি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 6:30 AM

দোহা : ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কি ফের শুরু হবে? ভারতীয় দল কি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে? পাকিস্তান কি ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে? এর মধ্য়ে প্রথম দুটি প্রশ্নের উত্তর আপাতত ‘না’। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বহু আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ‘হুঁশিয়ারি’ দিয়েছে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে দল পাঠাবে না তারা। দু-দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ফের আগের মতো হোক, এমনটাই চাইছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এর জন্য় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অনুরোধ করবেন, জানালেন আফ্রিদি। বিস্তারিত TV9Bangla-য়।

কাতারে লেজেন্ডস ক্রিকেট লিগে খেলছেন শাহিদ আফ্রিদি। তারই মাঝে একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আফ্রিদি বলেন, ‘আমি মোদীজিকেও অনুরোধ করবে, দু-দেশের মধ্যে ফের ক্রিকেট হোক। আমরা যদি কারও বন্ধু হতে চাই, কিন্তু সে কথা বলতে না চায়, তাহলে কী করে হবে? বিসিসিআই খুবই শক্তিশালী বোর্ড, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সে কারণেই দায়িত্বও বেশি। বন্ধু বানাতে হবে। যত বেশি বন্ধু হবে আরও শক্তিশালী হবে।’ ভারতীয় বোর্ড সম্পর্কে এমনটাই বলেন শাহিদ আফ্রিদি।

তাহলে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড দুর্বল? আফ্রিদি অবশ্য এমন প্রশ্নে হকচকিয়ে যান। বলছেন, ‘দুর্বল তা ঠিক নয়। তবে ওদিক থেকেও (বিসিসিআই) রিপ্লাই আসা জরুরি।’ শাহিদ আফ্রিদি মনে করেন, ক্রিকেটই দু-দেশের সম্পর্ক ভালো করতে পারে। আফ্রিদি বলছেন, ‘ভারতীয় দলের অনেকেই এখনও আমার খুব ভালো বন্ধু। যখনই দেখা হয়, কথা বলি। সুরেশ রায়নার সঙ্গে দেখা হল। ওর কাছে ব্যাট চাইলাম, ও আমাকে একটা ব্য়াট দিল।’

পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে যে জটিলতা, তার প্রধান কারণ অবশ্যই নিরাপত্তা। সন্ত্রাস নিত্য দিনের ঘটনা। প্রায়শই বোমা বিস্ফোরণের খবর আসে। অনেক সিরিজ মাঝ পথেও থমকে গিয়েছে। দেশের নিরাপত্তা প্রসঙ্গে আফ্রিদি অবশ্য ভিন্ন কথা বলছেন। পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, ‘সম্প্রতি অনেক দেশই কিন্তু পাকিস্তান এসেছে। আমরাও তো ভারতের কাছে থেকে হুমকি পাই। দু-দেশ যদি চায়, দ্বিপাক্ষিক সফর সম্ভব। দু-দেশের ক্রিকেটপ্রেমীরাই না হলে বঞ্চিত হবে।’