TV9 বাংলা ডিজিটাল – টেস্ট, হোক বা একদিনের ক্রিকেট কিংবা টি-২০ লড়াই গত এক দশকে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নজর কাড়া। তারই সুফল এবার পাওয়া গেল আইসিসির তালিকায়। মঙ্গল ক্রিকেটের নিয়ামক সংস্থা, দশকের সেরা ক্রিকেটারের মনোনয়নের (player of the decade nomination) তালিকা প্রকাশ করল। আর সেই তালিকায় দাপট ভারতীয় ক্রিকেটারদের। কোহলি (VIRAT KOHLI), রোহিত (ROHIT SHARMA), অশ্বিন (ASHWIN), ধোনিরা (DHONI) জায়গা করে নিয়েছেন সেরার দৌড়ে। শুধুমাত্র কোহলিরা নন, দশকের সেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন ভারতীয় মহিলা ক্রিকেটের লেজেন্ড মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। এক নজরে দেখে নেওয়া যাক আইসিসির (ICC) মনোনয়নের তালিকা।
Soon… ? pic.twitter.com/9zO6mmw9o8
— ICC (@ICC) November 24, 2020
দশকের সেরা পুরুষ ক্রিকেটার – বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডেভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা।
দশকের সেরা পুরুষ ক্রিকেটার (টেস্ট) – বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ,জেমস অযান্ডারসন, রঙ্গনা হেরাথ, ইয়াসির শাহ।
আরও পড়ুন – স্মিথকে থামানোর টোটকা সচিনের
দশকের সেরা পুরুষ ক্রিকেটার (একদিনের ক্রিকেট) – বিরাট কোহলি, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, এবি ডেভিলিয়ার্স,রোহিত শর্মা, এমএস ধোনি, কুমার সাঙ্গাকারা
দশকের সেরা পুরুষ ক্রিকেটার (টি-২০) – রাশিদ খান, বিরাট কোহলি, ইমরান তাহির, অ্যারন ফিঞ্চ, লাসিথ মালিঙ্গা, ক্রিস গেল, রোহিত শর্মা।
এছাড়াও আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কারের জন্য টিম ইন্ডিয়া থেকে মনোনীত হয়েছেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ভোটের মাধ্যমে দশকের সেরা ক্রিকেটার বেছে নেবে ক্রিকেট প্রেমীরা।