AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Hall of Fame: আইসিসি হল অব ফেমে জয়বর্ধনে-পোলক

২০০৯ সালে থেকে আইসিসি (ICC) প্রাক্তন ক্রিকেটারদের সম্মান জানাতে হল অব ফেম (Hall of Fame) সম্মান শুরু করে। এই নিয়ে মোট ১৬১ জন পুরুষ ও মহিলা ক্রিকেটারকে দেওয়া হয়েছে হল অব ফেমের সম্মান।

ICC Hall of Fame: আইসিসি হল অব ফেমে জয়বর্ধনে-পোলক
আইসিসি হল অব ফেমেমের নতুন তিন সদস্য। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 8:56 PM
Share

দুবাই: টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মান, ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির (ICC)। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardena), দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল রাউন্ডার ও অধিনায়ক শন পোলক (Shaun Pollock) এবং ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার জেনেট ব্রিটিনকে (Janette Brittin) আইসিসি হল অব (ICC Hall of Fame) ফেমে জায়গা দেওয়া হল। আইসিসির পরিকল্পনা টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগে, আইসিসি হল অব ফেমের সদস্য স্যার ক্লাইভ লয়েড আনুষ্ঠানিক ভাবে হল অব ফেমের সার্টিফিকেট তুলে দেবেন। ২০০৯ সালে থেকে আইসিসি প্রাক্তন ক্রিকেটারদের সম্মান জানাতে এই হল অব ফেম সম্মান শুরু করে। এই নিয়ে মোট ১৬১ জন পুরুষ ও মহিলা ক্রিকেটারকে দেওয়া হয়েছে হল অব ফেমের সম্মান। যে নতুন তিন ক্রিকেটারকে এই সম্মান দেয়া হচ্ছে তাঁদের মধ্যে জেনেট ব্রিটিন ২০১৭ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের লেজেন্ড জয়বর্ধনে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের তারকা শন পোলক।

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়াক জয়বর্ধনে জানিয়েছেন,”আইসিসির থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত। লম্বা সফরে যারা আমার পাশে ছিল তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাতে চাই শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থকদের, যারা প্রতি মহূর্তে আমায় ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে।” এই নিয়ে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার আইসিসি হল অব ফেমে জায়গা করে নিলেন। জয়বর্ধনে ছাড়াও তালিকায় আছেন, কুমার সাঙ্গাকারা, মুথাইয়া মুরলীধরণও।

দক্ষিণ অফ্রিকার প্রাক্তন অল রাউন্ডার শন পোলক জানিয়েছেন, “এ এক অনন্য সম্মান। হল অব ফেমে ক্রিকেটের গ্রেটদের সঙ্গে আমার নাম, দারুণ। আমার সতীর্থদের অনেক অনেক ধন্যবাদ। যাঁরা আমার ক্রিকেটে কেরিয়ারে একটা বড় ভূমিকা পালন করেছে। ” পোলক এমন একজন ক্রিকেটার যিনি টেস্ট ও একদিনের ক্রিকেটে তিন হাজার রান ও তিনশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্ব ক্রিকেটে এমন কৃতিত্ব অন্য কোনও অলরাউন্ডারের নেই।

আরও পড়ুন : T20 World Cup: বিশ্বকাপের ফাইনালে ফোকাসে আইপিএল নিলাম