ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট, দুইয়ে রোহিত
আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত অধিনায়ক।
দুবাই: আইসিসির (ICC) তরফে সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে একদিনের ম্যাচে ব্যাটসম্যানের তালিকার এক ও দুই নম্বরে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। বোলারদের তালিকায় তিন নম্বরেই থাকলেন পেসার জশপ্রীত বুমরা।
আরও পড়ুন: কোয়ারান্টিনে থেকেই পার্টনার খুঁজছেন বোপান্না
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে যথাক্রমে ৮৯ ও ৬৩ রান করেছিলেন বিরাট। চোটের কারণে রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছিলেন না। তা সত্ত্বেও ৮৩২ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই রইলেন রোহিত। ৮১৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
আরও পড়ুন: শুরুতেই হার সিন্ধুর, প্রশ্ন ফর্ম নিয়ে
Rashid Khan has moved up one spot to No.6 in the @MRFWorldwide ICC Men’s ODI Rankings for all-rounders.
? Full rankings: https://t.co/tHR5rKl2SH pic.twitter.com/rFkD7vuxnf
— ICC (@ICC) January 27, 2021
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। দুই ও তিনে মহম্মদ নবি এবং ক্রিস ওকস। রবীন্দ্র জাডেজা আটে।
আরও পড়ুন: ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম