AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: জোড়া সেঞ্চুরির পুরস্কার, টেস্ট ব়্যাঙ্কিংয়ে আরও উঠলেন ঋষভ পন্থ!

ICC Test Rankings: রেকর্ডের ছয়লাপ করে দিয়েছেন লিডসে। কিপার হিসেবে সেঞ্চুরির খাতায় টপকে গিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। প্রথম ভারতীয় কিপার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। ঋষভ পন্থ এখন বিশ্ব ক্রিকেটের চর্চার বিষয়।

Rishabh Pant: জোড়া সেঞ্চুরির পুরস্কার, টেস্ট ব়্যাঙ্কিংয়ে আরও উঠলেন ঋষভ পন্থ!
ঋষভ পন্থImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 5:02 PM
Share

কলকাতা: রেকর্ডের ছয়লাপ করে দিয়েছেন লিডসে। কিপার হিসেবে সেঞ্চুরির খাতায় টপকে গিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। প্রথম ভারতীয় কিপার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। ঋষভ পন্থ এখন বিশ্ব ক্রিকেটের চর্চার বিষয়। দুর্ঘটনায় হারিয়ে যেতে যেতে ফিরে আসাটাই বিস্ময়। সেই তিনিই কিনা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। পন্থ যে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত, সেই ধারাই ধরে রেখেছেন ইংল্যান্ড সফরে। প্রহথম ইনিংসে ১৩৪ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে করেছেন ১১৮। বোলার যেই হোন না কেন, কাউকেই পরোয়া করেননি। সেই পন্থ পেলেন পুরস্কার।

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এলেন ভারতীয় কিপার। ছিলেন ৮ নম্বরে। একধাপ উঠেছেন তিনি। ৮০১ পয়েন্ট তাঁর অ্যাকাউন্টে। যে ফর্মে রয়েছেন, তার সামনে থাকা ছ’জনের জায়গা একেবারেই নিরাপদ নয়। এর আগে টেস্টে সর্বোচ্চ ব্যাটিং পয়েন্ট পেয়েছেন ২০২২ সালে যা ছিল ৭৩৯। সে সব ছাপিয়ে গেলেন হেডিংলে-তে। ৮০১ ব্যাটিং পয়েন্ট পেয়ে চমকে দিয়েছেন। এক ও দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের দু’জন— জো রুট ও হ্যারি ব্রুক। তিনে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চারে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। পাঁচ ও ছয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমা।

ইংল্যান্ড সফরের প্রথম টেস্টেই হেরেছে ভারত। কিন্তু ব্যাটাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। সেঞ্চুরির সুবাদে ২৫ থেকে ২০ নম্বরে উঠে এসেছেন ভারতের নতুন ক্যাপ্টেন শুভমন গিল। ৪৮ থেকে ৩৮এ উঠে এসেছেন লোকেশ রাহুল। বোলারদের তালিকায় শীর্ষে জসপ্রীত বুমরাই। ৯০১ পয়েন্ট তাঁর। প্রথম দশে ভারতের আর কোনও বোলার নেই। ১৩ নম্বরে রয়েছেন ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। সেই তিনিই আবার টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে।