ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে দর্শকদের বিরাট রেকর্ড!
ICC ODI World Cup 2023: টিম ইন্ডিয়া (Team India) তেইশের বিশ্বকাপ জিততে পারেনি। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া রোহিত শর্মার ভারতকে ফাইনালে হারিয়েছে। কিন্তু দর্শক সংখ্যায় বিরাট রেকর্ড গড়েছে। এ বার আইসিসি (ICC) জানিয়েছে, দর্শক উপস্থিতির দিক থেকে অন্য সব আইসিসি ইভেন্টকে ছাড়িয়ে গেছে ভারত বিশ্বকাপ।

নয়াদিল্লি: ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বল মাঠে গড়ানোর পর থেকে দর্শক উপস্থিতি নিয়ে নানা সমালোচনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামের ছবি। অবশ্য বিশ্বকাপের এক একটি ম্যাচ যত এগোতে থাকে, গ্যালারিতে দর্শকের উপস্থিতিও বাড়তে থাকে। অন্যান্য দেশের ম্যাচের থেকে ভারতের ম্যাচে অবশ্য বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন বরাবরই। টিম ইন্ডিয়া (Team India) তেইশের বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু দর্শক সংখ্যায় বিরাট রেকর্ড গড়েছে। এ বার আইসিসি (ICC) জানিয়েছে, দর্শক উপস্থিতির দিক থেকে অন্য সব আইসিসি ইভেন্টকে ছাড়িয়ে গেছে ভারত বিশ্বকাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারতের বিভিন্ন স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপ উপভোগ করেছেন কতজন দর্শক।
এর আগে আইসিসির কোনও টুর্নামেন্টে সর্বাধিক দর্শক উপস্থিতি ছিল ২০১৫ বিশ্বকাপে। সেবার বিশ্বকাপ দেখেছিলেন ১ কোটি ১৬ হাজার ৪২০ জন দর্শক। আর এ বার ভারতে হওয়া ওডিআই বিশ্বকাপ দেখেছেন ১ লক্ষ ২৫ হাজার ৩০৭ জন দর্শক। অবশ্য ভারত বিশ্বকাপ শুধু দর্শক উপস্থিতির রেকর্ডই ভাঙেনি। আইসিসি জানিয়েছে, সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমেও অন্য সব আইসিসি টুর্নামেন্টকে ছাড়িয়ে গিয়েছে। অবশ্য সেই সংখ্যা প্রকাশ করেনি আইসিসি।
The biggest EVER 👏 🥳
Thank YOU to all of our fans who helped make #CWC23 the most attended yet! 🏟
More 📲 https://t.co/4womT6R5rv pic.twitter.com/cqNwNlPPsp
— ICC (@ICC) November 21, 2023
ভারতের মাটিতে যে ওডিআই বিশ্বকাপ হল, এবং তাতে যে রেকর্ড দর্শক উপস্থিত হল তা নিয়ে তেমন অবাক হওয়ার কিছু নেই। কারণ, ভারতে ক্রিকেটের উন্মাদনার মাত্রাটাই আলাদা। আইপিএলের সময় হাউসফুল গ্যালারি দেখা যায়। অবশ্য শুধু টি-টোয়েন্টি ফর্ম্যাটই নয়, ভারতে হওয়া দ্বিপাক্ষিক সিরিজও প্রচুর দর্শক দেখতে যান। তাই এই রেকর্ড যথার্থই।





