লখনউ : ২২ গজে ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে পছন্দের দল থেকে শুরু করে প্রিয় তারকাদের উৎসাহিত করতে গলা ফাটান না তেমন দর্শক খুব কমই দেখতে পাওয়া যায়। চলতি আইপিএলেও (IPL 2023) প্রতিটি ম্যাচেই হাউসফুল গ্যালারি দেখা যাচ্ছে। এ বারের সবচেয়ে আলোচিত ঘটনা এখনও অবধি বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিবাদ। রুদ্ধশ্বাস ম্যাচের উত্তাপকেও ছাপিয়ে গিয়েছে বিরাট-কোহলি কাণ্ড। সেই রেশ কাটছেই না। বুধ-বিকেলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে ম্যাচ ছিল। চলতি আইপিএলে এই প্রথম কোনও ম্যাচ ভেস্তে গেল। এই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দেখা গেল এক অবাক করা কাণ্ড। লখনউয়ের ঘরের মাঠে কয়েকজন দর্শক ক্রুণাল পান্ডিয়াদের মেন্টর গৌতম গম্ভীরকে দেখে বিরাট কোহলির নাম নেওয়া শুরু করেন। যা শুনে বেজায় চটে যান গৌতম। ভাইরাল হওয়া ভিডিয়োতে পুরো ঘটনাটি পরিষ্কার দেখা গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বৃষ্টির কারণে একানা স্টেডিয়ামে হওয়া লখনউ বনাম চেন্নাই ম্যাচ ভেস্তে যাওয়ায় ২ দল ১ পয়েন্ট করে পেয়েছে। সেই ম্যাচের শেষে দেখা যায় লখনউয়ের বোলার অমিত মিশ্র এবং দলের এক সাপোর্ট স্টাফের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠছেন গৌতম গম্ভীর। আর সিঁড়ির কাছাকাছি থাকা কিছু দর্শক গৌতমকে দেখেই কোহলি কোহলি বলে রব তোলে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাটের নাম শুনে গৌতম প্রথমে থমকে দাঁড়ান। তারপর কটমট করে তাঁকান দর্শকদের দিকে।
Gambhir reaction telling how he is so much insecure and jealous of Virat Kohli ?pic.twitter.com/Ww9zEtpPiX
— Shaurya (@Kohli_Dewotee) May 4, 2023
Gambhir reaction telling how he is so much insecure and jealous of Virat Kohli ?pic.twitter.com/kQBZkf00In
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) May 4, 2023
এই ভাইরাল হওয়া ভিডিয়োর ক্যাপশনে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখেছেন, গৌতমের ব্যবহারই বুঝিয়ে দিচ্ছে তিনি বিরাটের প্রতি কতটা ঈর্ষাবোধ করেন।
প্রসঙ্গত, ১ মে একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ ও আরসিবি। এই ম্যাচের শেষে বিরাট বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। এই ধরণের ঘটনা ক্রিকেটে শোভনীয় নয় বলে মতামত দিয়েছিলেন হরভজন সিং, অনিল কুম্বলে ও রবীন উথাপ্পার মতো প্রাক্তন ক্রিকেটাররা। সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী আবার বলেন, ‘আমি দুজনের মধ্যে মিটমাট করতে প্রস্তুত। এই ধরনের সমস্যা বন্ধ দরজার আড়ালে সমাধান করাই ভালো।”