KKR, IPL 2023: লিটনের পরিবর্তে কেকেআরে জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটার, ৩৯ বলে রয়েছে শতরান!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 04, 2023 | 11:55 AM

Johnson Charles : আইপিএলের মাঝেই লিটন দাসের পরিবর্ত পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। লিটনের পরিবর্তে এলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার।

KKR, IPL 2023: লিটনের পরিবর্তে কেকেআরে জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটার, ৩৯ বলে রয়েছে শতরান!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: গত সপ্তাহে পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস (Liton Das)। তিনি আর ফিরবেন না। কেকেআরের (Kolkata Knight Riders) তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এক বিধ্বংসী ব্যাটার। নিজের দিনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এমনিতেই ক্যারিবিয়ান ব্যাটাররা বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। লিটনের পরিবর্তে কেকেআর কর্তৃপক্ষ দলে নিয়ে এল তেমনই এক বিগ হিটারকে। চলতি আইপিএলে (IPL 2023) একেবারেই ভালো জায়গায় নেই কেকেআর। ৬ পয়েন্ট নিয়ে টেবলের অষ্টম স্থানে রয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। আজ, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে কলকাতার। সেদিনই ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-২০ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নাইটদের তরফে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশের কিপার ব্যাটার লিটন দাস আইপিএল শুরু হওয়ার কিছুদিন পর দলে যোগ দিয়েছিলেন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান। ওপেনিংয়ে নেমে লিটনের অবদান ছিল মাত্র ৪ রান। একইসঙ্গে দু দুটো স্টাম্পিং মিস করেন। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মরসুমে প্রথম জয় পায় দিল্লি। নাইটদের হারের পিছনে লিটনকে দায়ী করা হয়। প্রবল সমালোচিত হন তিনি। এরপর আর একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি লিটন। পারিবারিক কারণে গত সপ্তাহে তড়িঘড়ি দেশে ফিরে যান। সপ্তাহখানেকের মধ্যে লিটনের পরিবর্ত ঘোষণা করে দিল কেকেআর। দলে এলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার জনসন চার্লস। ওপেনিং জুটি নিয়ে মরসুমের প্রথম থেকেই সমস্যায় নাইটরা। জনসনের হাত ধরে সমস্যা মেটাতে চায় কেকেআর।

২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেন জনসন চার্লস। টপ অর্ডারে ব্যাটিংয়ের ভরপুর অভিজ্ঞতা রয়েছে চার্লসের। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে নতুনভাবে পরিচিত করছেন তিনি। ছয় বছর ধরে চার্লস ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে বাইরে ছিলেন। ২০২২ সালে দলে ফেরেন। তখন থেকে সাতটি টি-২০ ম্যাচ খেলেছেন। চলতি বছরের মার্চ মাসে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৩৪ বছরের চার্লসের এটাই প্রথম আইপিএল। অতীতে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে খেলেছেন।

জনসন চার্লসকে ৫০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে কেকেআর। মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ভালো ব্যাটিং করেন জনসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৪.২৭ গড় এবং ১৩১ স্ট্রাইক রেটে ৯৭১ রান রয়েছে।

Next Article