Shubman Gill-Ishan Kishan: চুল কাটাতে প্রায় ৭৫ হাজার টাকা খসল শুভমন-ঈশানের!

শুভমন গিল-ঈশান কিষাণের মতো তরুণ ক্রিকেটাররা ব্যাট হাতে যতটা উজ্জ্বল ততটাই তাঁরা ছাপ রাখেন তাঁদের স্টাইল স্টেটমেন্টেও।

Shubman Gill-Ishan Kishan: চুল কাটাতে প্রায় ৭৫ হাজার টাকা খসল শুভমন-ঈশানের!
Shubman Gill-Ishan Kishan: চুল কাটাতে প্রায় ৭৫ হাজার টাকা খসল শুভমন-ঈশানের! Image Credit source: Shubman Gill Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 6:53 PM

নয়াদিল্লি: ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’… জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার এই লাইন অনেকেরই মনে পড়ে কারও সুন্দর, ঘন কালো চুল দেখলে। আর সেই চুল কাটতে গিয়ে এ বার ভারতের দুই তরুণ তুর্কির পকেট থেকে খসল প্রায় ৭৫ হাজার টাকা! কি অবাক হচ্ছেন? চুল কাটার জন্য এত টাকাও আবার লাগে নাকি? অনেকের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করতে পারে। কিন্তু সত্যিই শুভমন গিল (Shubman Gill) এবং ঈশান কিষাণের (Ishan Kishan) চুল কাটাতে গিয়ে লেগেছে প্রায় ৭৫ হাজার টাকা। কীভাবে জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শুভমন গিল-ঈশান কিষাণের মতো তরুণ ক্রিকেটাররা ব্যাট হাতে যতটা উজ্জ্বল ততটাই তাঁরা ছাপ রাখেন তাঁদের স্টাইল স্টেটমেন্টেও। আর মেয়ে হোক বা ছেলে সকলের হেয়ারস্টাইল একটা আলাদা ব্যক্তিত্ব প্রকাশ করে। বর্তমানে শুভমন গিল এবং ঈশান কিষাণ ফ্লোরিডায় রয়েছেন। তাঁদের বর্তমানে যে হেয়ারকাট রয়েছে, তা দু’জনই করিয়েছেন এক ওয়েস্ট ইন্ডিজের হেয়ারস্টাইলিস্টের কাছে। আরও ভালো করে বললে, বার্বাডোজের এক জনপ্রিয় নাপিত বরুণের কাছে চুল কাটিয়েছেন শুভমন ও ঈশান। ওই নাপিত VFadesBarberLounge চালান।

Shubman Gill and Ishan Kishan spent near about 75 thousand rupees for their haircut in west Indies

VFadesBarberLounge এর ওয়েবসাইটে তাদের সার্ভিসের তালিকা ও খরচ

Shubman Gill and Ishan Kishan spent near about 75 thousand rupees for their haircut

VFadesBarberLounge এর ওয়েবসাইট

গিল ও ঈশানের চুল কাটার জন্য বার্বাডোজের ওই নাপিত তাঁদের হোটেলে গিয়েছিলেন। তিনি নিজের ইন্সটাগ্রামে শুভমনের এবং ঈশানের চুল কাটার ভিডিয়ো শেয়ার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওযার আগে বরুণ নামের ওই নাপিতের কাছে হেয়ারকাট করিয়েছেন গিল। বরুণের VFadesBarberLounge এই ওয়েবসাইটে বুকিং করার লিংক অনুযায়ী, হোটেলে বা বাড়িতে গিয়ে তিনি হেয়ারকাট সার্ভিস দিলে তার খরচ শুরু হয় ৩৭,৬৬০ টাকা থেকে। যদি গিল ও ঈশানের ৩৭,৬৬০ টাকা করে লেগে থাকে তা হলে দু’জনের চুল কাটার জন্য লেগেছে ৭৫,৩২০ টাকা।

যদিও শুধু শুভমন এবং ঈশানেরই হেয়ারকাটিং করেননি বার্বাডোজের ওই নাপিত। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তিনি বিরাট কোহলিরও হেয়ারকাট করেছেন।