IND vs AUS: ‘সপ্তম’ বার চারশো পার হল না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক স্কোর!

India Highest Score against Australia: বছরের শুরুতে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই ম্যাচে শুভমন গিল ও রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩৮৫ রান করেছিল ভারত। ওডিআই ক্রিকেটে ভারত সব মিলিয়ে ছ-বার ৪০০ কিংবা তার বেশি স্কোর গড়েছে। সপ্তম বার চারশো পার, অল্পের জন্য হল না। ৩৯৯ রানে থামল ভারতের ইনিংস। শেষ দু-ওভারে ক্যামেরন গ্রিন এবং শন অ্যাবট অজি শিবিরের জন্য ড্যামেজ কন্ট্রোল করেন। না হলে আরও একটা ৪০০ প্লাস স্কোর সময়ের অপেক্ষা ছিল।

IND vs AUS: 'সপ্তম' বার চারশো পার হল না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক স্কোর!
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 6:51 PM

ইন্দোর: ক্লিন সিটি ইন্দোর ভারতের কাছে খুবই পয়া। ওডিআই ক্রিকেটে ভারতের সর্বাধিক স্কোর ৪১৮-৫। সেই স্কোর ইন্দোরেই। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই স্কোর গড়েছিল ভারত। এ বছরের শুরুতে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই ম্যাচে শুভমন গিল ও রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩৮৫ রান করেছিল ভারত। ওডিআই ক্রিকেটে ভারত সব মিলিয়ে ছ-বার ৪০০ কিংবা তার বেশি স্কোর গড়েছে। সপ্তম বার চারশো পার, অল্পের জন্য হল না। ৩৯৯ রানে থামল ভারতের ইনিংস। শেষ দু-ওভারে ক্যামেরন গ্রিন এবং শন অ্যাবট অজি শিবিরের জন্য ড্যামেজ কন্ট্রোল করেন। না হলে আরও একটা ৪০০ প্লাস স্কোর সময়ের অপেক্ষা ছিল। সিরিজের দ্বিতীয় ওডিআইতে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের লক্ষ্য দিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই ভারতের সর্বাধিক স্কোর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৮৩। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০১৩ সালে এই স্কোর গড়েছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক স্কোর গড়ল ইন্দোরে। শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের সেঞ্চুরি বড় রানের ভিত গড়ে দেয়। ডাবল সেঞ্চুরির জুটি গড়ে শুভমন-শ্রেয়স। এরপর ঈশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবদের বিধ্বংসী ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করে ভারত।

অধিনায়ক লোকেশ রাহুল ওডিআই কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি করেন। মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরিতে। চোখ ধাঁধানো কিছু শট খেলেন রাহুল। ৩৮ বলে ৫২ রানে থামে তাঁর ইনিংস। বাঁ হাতি ব্যাটার ঈশান কিষাণ মাত্র ১৮ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। টানা দ্বিতীয় ওডিআই হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের। ওয়ান ডে কেরিয়ারে সব মিলিয়ে চতুর্থ। তাঁর ইনিংস লা-জবাব। মাত্র ৩৭ বলে ৭২ রানে অপরাজিত সূর্য। অল্পের জন্য ক্যামেরন গ্রিনের ‘রেকর্ড’ হল না। ওয়ান ডে ক্রিকেটে ১০ ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড রয়েছে দুই অজি বোলারের। মাইক লুইস এবং সদ্য অ্যাডাম জাম্পা ১০ ওভারে ১১৩ রান দিয়েছেন। গ্রিন দিলেন দশ ওভারে ১০৩। ইনিংসের ৪৯তম ওভারটা দুর্দান্ত করলেন। নয়তো লজ্জার নতুন রেকর্ড হয়ে যেতে পারত।