IND vs AUS: জসপ্রীত বুমরার ছয়, অবশেষে অলআউট ‘নেগেটিভ’ অস্ট্রেলিয়া; ফের বৃষ্টি

Dec 16, 2024 | 6:55 AM

India vs Australia 3rd Test: মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি জুটি ভালো খেলছিল। মনে করা হয়, এই জুটি ভাঙলে হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে। তা অবশ্য হল না। জসপ্রীত বুমরা দিনের প্রথম ব্রেক থ্রু দেন। স্টার্ককে ফিরিয়ে ইনিংসে তাঁর ষষ্ঠ উইকেট।

IND vs AUS: জসপ্রীত বুমরার ছয়, অবশেষে অলআউট নেগেটিভ অস্ট্রেলিয়া; ফের বৃষ্টি
Image Credit source: PTI

Follow Us

ম্যাচের তৃতীয় দিন অবশেষে শেষ হল মাত্র একটা ইনিংস। অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে অলআউট করল ভারত। তৃতীয় দিনের খেলা শুরুর ৩৬ মিনিট পরই বৃষ্টি। দ্বিতীয় দিনের শেষ সেশন থেকেই অনুমান চলছিল, অস্ট্রেলিয়া হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে। একই প্রশ্ন উঠল, এ দিন বৃষ্টির সময়ও। অস্ট্রেলিয়ার পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি জুটি ভালো খেলছিল। মনে করা হয়, এই জুটি ভাঙলে হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে। তা অবশ্য হল না। জসপ্রীত বুমরা দিনের প্রথম ব্রেক থ্রু দেন। স্টার্ককে ফিরিয়ে ইনিংসে তাঁর ষষ্ঠ উইকেট। অবশেষে ৪৪৫ রানে অলআউট ‘নেগেটিভ’ অস্ট্রেলিয়া।

অজি শিবিরের পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদি ৪৫০-এর ম্যাজিক ফিগারেই লক্ষ্য হত, তা হলে দ্রুত রান তোলায় মন দিত অস্ট্রেলিয়া। সেটা করেনি। স্টার্ক আউট হওয়ার পর ক্রিজে ক্যারির সঙ্গে যোগ দেন নাথান লিয়ঁ। বেশ কিছু সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও স্ট্রাইক মূলত নিজের কাছেই রাখলেন অ্যালেক্স ক্য়ারি। নাথান লিয়ঁকে বোল্ড করেন মহম্মদ সিরাজ। ইনিংসে দ্বিতীয় উইকেট নিলেও তাঁর সেলিব্রেশনে দেখা যায়নি। ক্রিজে যোগ দেন জশ হ্যাজলউড।

গ্যালারিতে যেন বিরক্তি বাড়ছিল তেমনই কমেন্ট্রি বক্সেও। অস্ট্রেলিয়া ঠিক কী চাইছে, সেটাই যেন পরিষ্কার নয়। এই ম্যাচের প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। একটা দিন নষ্টের পর আরও সময় নষ্ট করা মানে অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক। তবে ডিক্লেয়ার নয়, তাদের অলআউটই করল ভারত। দ্বিতীয় দিন অনবদ্য বোলিং করলেও ভাগ্য সঙ্গ দেয়নি আকাশ দীপের। সেট ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে অজি ইনিংস শেষ করেন আকাশ দীপ। ভারতের ইনিংস শুরুর আগে ফের বৃষ্টিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।