India T20 Squad: বাংলাদেশ সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড কী হবে? নিশ্চিত হয়ে গেল…
India Tour of Bangladesh: আন্তর্জাতিক ক্রিকেটের কথা বললে, সাদা বলে ভারতের পরবর্তী অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সফর। সেখানে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার কথা। আবহাওয়া অবশ্য চিন্তার বিষয়। সেটা যদিও প্রাথমিক ভাবনা নয়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

আইপিএল শেষ। ভারতীয় দল এখন ইংল্যান্ডে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন রাজ্যে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলছে। ইংল্যান্ডে এই পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হবে ভারতের। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই তারকা সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাঁদের ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিকে আগেই বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত এবং জাডেজা।
আন্তর্জাতিক ক্রিকেটের কথা বললে, সাদা বলে ভারতের পরবর্তী অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সফর। সেখানে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার কথা। আবহাওয়া অবশ্য চিন্তার বিষয়। সেটা যদিও প্রাথমিক ভাবনা নয়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারত। বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও যেন তারই প্রস্তুতি।
বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই পরবর্তী টি-টোয়েন্টি সিরিজগুলিতে দল বেছে নেওয়া হতে পারে। গত কয়েক মাসে হাতে গোনা সিরিজ হয়েছে টি-টোয়েন্টিতে। তরুণ ক্রিকেটারদের নিয়েই মূলত ভারতীয় দল গড়া হয়েছিল। তবে বিশ্বকাপের কথা ভেবে বাংলাদেশে বেশ কিছু কামব্যাক দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারও। রাহুল মূলত ওয়ান ডে এবং টেস্টেই খেলছেন।
শ্রেয়সকে শুধুমাত্র ওয়ান ডে-তেই দেখা যাচ্ছে। ইংল্যান্ডে টেস্ট টিমেও জায়গা পাননি। নির্বাচক প্রধানও পরিষ্কার করে দিয়েছিলেন, টেস্টে ওর জায়গা নেই। টি-টোয়েন্টিতে অবশ্য প্রত্যাবর্তন হতে পারে শ্রেয়সের। কাদের জায়গা হতে পারে এই টিমে?
বাংলাদেশ সফরে ভারতের সম্ভাব্য টি-টোয়েন্টি স্কোয়াড-অভিষেক শর্মা, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, আবেশ খান, রবি বিষ্ণোই, রমনদীপ সিং, অশ্বিনী কুমার।





