AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: চতুর্থ টেস্টে কেন সেরাটা দিতে পারেননি বুমরা? এ বার মিলল উত্তর

IND vs ENG Test Series: চতুর্থ টেস্টে কার্যত কিছুই করতে পারেননি। যে কারণে একাধিক প্রশ্ন উঠছিল। সেই সব প্রশ্নের উত্তর মিলল। কেন চতুর্থ টেস্টে পারফর্ম করতে পারেননি জসপ্রীত বুমরা? কেন পঞ্চম টেস্টের আগেই দল ছাড়েন? এই প্রশ্নের যাবতীয় উত্তর মিলল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে।

Jasprit Bumrah: চতুর্থ টেস্টে কেন সেরাটা দিতে পারেননি বুমরা? এ বার মিলল উত্তর
Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 5:32 PM
Share

কলকাতা: গতি কমে গিয়েছিল আশ্চর্যজনক ভাবে। দেখা যাচ্ছিল না ঘাতক বল। এমনিতে চোট ঘিরে আশঙ্কার শেষ নেই। টানা খেলার ধকলও তাঁকে দিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সেই তিনিই চতুর্থ টেস্টে কার্যত কিছুই করতে পারেননি। যে কারণে একাধিক প্রশ্ন উঠছিল। সেই সব প্রশ্নের উত্তর মিলল। কেন চতুর্থ টেস্টে পারফর্ম করতে পারেননি জসপ্রীত বুমরা? কেন পঞ্চম টেস্টের আগেই দল ছাড়েন? এই প্রশ্নের যাবতীয় উত্তর মিলল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে।

চতুর্থ টেস্টে মোট ৩৩ বল করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কার্যকর মনে হয়নি। ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু বিপক্ষের ব্যাটারদের আতঙক হয়ে উঠতে পারেননি। ঝুলিতে সেভাবে উইকেটও ছিল না। কী হয়েছে বুমরার? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেকেই। জানা যাচ্ছে, বুমরা চতুর্থ টেস্টের সময় থেকেই হাঁটুর চোট ভুগছেন। যে কারণে সেরাটা দিতে পারেননি। চতুর্থ টেস্টে যখন নামে ভারত, সিরিজে ১-২ পিছিয়ে ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরাকে খেলিয়ে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করেছিল। জয় আসেনি, তবে হারা ম্য়াচ ড্র করেছিল ভারত। তখন থেকেই বুমরাকে নিয়ে ছিল প্রশ্ন, ওভালে কি খেলতে দেখা যাবে বুমরাকে? আশ্চর্যজনক ভাবে তিনি আর খেলেননি পঞ্চম টেস্টে।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘দুর্ভাগ্যবশত বুমরা হাঁটুর চোট ভুগছে।’ তবে একটাই ভালো খবর, চোটের বহর বিরাট কিছু নয়। অস্ত্রোপচার করাতে হবে না তাঁকে। তবে বুমরাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বোর্ড। যে কারণে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম কড়া নজরদারিতে রেখেছে তাঁকে। অবশ্য স্ক্যান রিপোর্ট এখনও মেলেনি। তা হাতে এলে তবেই বোঝা যাবে, হাঁটুর চোট কতটা গুরুতর বুমরার।