IND vs ENG: সেরা সময় পেরিয়ে এসেছে… রোহিতকে নিয়ে এমন মন্তব্য কার?

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 30, 2024 | 3:52 PM

India vs England, Rohit Sharma: রোহিত শর্মা কেরিয়ারের সেরা সময় পেরিয়ে এসেছেন, এমনই মনে করছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার। বেন স্টোকসের টিমের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে ২৪ ও ৩৯ করেছেন রোহিত। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে হেরেছে টিম। দ্বিতীয় টেস্টে নামার আগে ব্যাটার রোহিতের মতো ক্যাপ্টেন রোহিতও ব্যাপক চাপে। জিওফ্রে বয়কটের মতো বিশেষজ্ঞ কিন্তু বলে দিচ্ছেন, রোহিতকে আর ভারতের সেরা বাজি হিসেবে ধরা যাবে না।

IND vs ENG: সেরা সময় পেরিয়ে এসেছে... রোহিতকে নিয়ে এমন মন্তব্য কার?
Image Credit source: X

Follow Us

কলকাতা: টেস্ট কেরিয়ার কখনওই তেমন ঝলমলে নয়। বরং বলা যেতে পারে, লাল বলের ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ৫৫টা টেস্টে মাত্র ১০টা সেঞ্চুরি করেছেন। যার আটটা এসেছে ঘরের মাঠে। বিদেশের মাঠে মাত্র দুটো। রোহিত শর্মা কেরিয়ারের সেরা সময় পেরিয়ে এসেছেন, এমনই মনে করছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার। বেন স্টোকসের টিমের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে ২৪ ও ৩৯ করেছেন রোহিত। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে হেরেছে টিম। দ্বিতীয় টেস্টে নামার আগে ব্যাটার রোহিতের মতো ক্যাপ্টেন রোহিতও ব্যাপক চাপে। জিওফ্রে বয়কটের মতো বিশেষজ্ঞ কিন্তু বলে দিচ্ছেন, রোহিতকে আর ভারতের সেরা বাজি হিসেবে ধরা যাবে না। কেন বলছেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বয়কটের কথায়, ‘রোহিতের ৩৭ বছর বয়স হবে খুব শিগগিরই। ও সেরা সময় পেরিয়ে এসেছে। ক্রিকেট মাঠে ছাপ রেখেছে, সন্দেহ নেই। কিন্তু গত চার বছরে ঘরের মাঠে মাত্র দুটো সেঞ্চুরি করেছে। সেই সেঞ্চুরি দুটোও কিন্তু খুব একটা শক্তিশালী ছিল না। এই ভারতীয় টিমের বিরুদ্ধে কিন্তু ইংল্যান্ড সিরিজ জেতার স্বপ্ন দেখতেই পারে। আর তা হলে ১২ বছর পর আবার ভারতের মাটিতে সিরিজ জিতবে ইংল্যান্ড। ভারতীয় টিম নিশ্চিত ভাবেই বিরাট কোহলিকে মিস করছে। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজাকে মিস করবে। বিরাটের মতো জাডেজার না থাকা বড়সড় ধাক্কা। জাডেজা খুব ভালো মানের অলরাউন্ডার। দারুণ বোলার, দুরন্ত ফিল্ডার আর প্রথম টেস্টে ভারতের সেরা ব্যাটারও ছিল।’

বিরাট হয়তো তৃতীয় টেস্টে ফিরবেন টিমে। তার আগে ব্যবধান বাড়াক ইংল্যান্ড, পরামর্শ বয়কটের। তাঁর কথায়, ‘বিরাট অসাধারণ ব্যাটসম্যান, সন্দেহ নেই। ভারতের মাটিতে ৬০ ব্যাটিং গড় ওর। শুধু তাই নয়, বিরাট কিন্তু টিমকে বাড়তি এনার্জিও দেয়। বিরাটের অভাব মেটানো সম্ভব নয়। বিরাট টিমে ফেরার আগেই ব্যবধান বাড়িয়ে নিক ইংল্যান্ড।’

Next Article