IND vs ENG: ছোট ছেলের প্রোফাইল থেকে বিশেষ বার্তা সরফরাজের বাবার

Jan 30, 2024 | 2:40 PM

India vs England, Sarfaraz Khan: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফর্মার সরফরাজ। তারপরও টেস্ট দলে জায়গা খুলছিল না। বোর্ডের তাঁর আচরণ এবং ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ফিটনেস নিয়ে প্রচুর খেটেছেন সরফরাজ। অজিত আগরকর নির্বাচন কমিটির চেয়ারম্যান হওয়ার পর থেকেই আশায় ছিলেন সরফরাজ যে, এ বার হয়তো পারফরম্যান্সের দাম পাবেন। পেয়েছেনও। ভারত এ দলে সুযোগ পেয়েছেন। সেখানে পারফর্মও করেছেন। সদ্য ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

IND vs ENG: ছোট ছেলের প্রোফাইল থেকে বিশেষ বার্তা সরফরাজের বাবার
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতের সবচেয়ে গর্বিত পিতা বোধ হয় এখন তিনিই। ছোট ছেলে খেলছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন। সুপার সিক্স পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে ভারত। তার আগেই নৌশাদ খানের পরিবারে আরও একটা দুর্দান্ত খবর এসেছে। দীর্ঘ অপেক্ষা এবং ‘উপেক্ষার’ পর অবশেষে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন সরফরাজ খান। দুই ছেলেই জাতীয় দলে। এর চেয়ে গর্বের আর কী হতে পারে? ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন সরফরাজ। বোর্ডকে বিশেষ বার্তাও দিয়েছেন নৌশাদ। ছোট ছেলের প্রোফাইল থেকেই বিশেষ বার্তা পোস্ট করেছেন নৌশাদ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফর্মার সরফরাজ। তারপরও টেস্ট দলে জায়গা খুলছিল না। বোর্ডের তাঁর আচরণ এবং ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ফিটনেস নিয়ে প্রচুর খেটেছেন সরফরাজ। অজিত আগরকর নির্বাচন কমিটির চেয়ারম্যান হওয়ার পর থেকেই আশায় ছিলেন সরফরাজ যে, এ বার হয়তো পারফরম্যান্সের দাম পাবেন। পেয়েছেনও। ভারত এ দলে সুযোগ পেয়েছেন। সেখানে পারফর্মও করেছেন। সদ্য ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। লোকেশ রাহুলের চোটে দরজা খুলেছেন সরফরাজের।

ছোট ছেলে মুশির খানের ইনস্টা প্রোফাইলে এক বার্তায় নৌশাদ বলেন, ‘প্রত্যেকেই জানেন, টেস্ট দলে প্রথম বার সুযোগ পেয়েছে সরফরাজ। প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে মুম্বই ক্রিকেট সংস্থাকে। সেখানেই সরফরাজের বেড়ে ওঠা। কৃতজ্ঞতা জানাতে চাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচিং স্টাফদেরও। ভারতীয় ক্রিকেট বোর্ড, নির্বাচকদের ধন্যবাদ সরফরাজের ওপর ভরসা দেখানোর জন্য। যে সমর্থকরা ওর জন্য এতদিন প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ।’

বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। সরফরাজ সরাসরি একাদশে জায়গা পাবেন কিনা, এর জন্য অপক্ষা করতে হবে। নৌশাদ আরও বলছেন, ‘আশা করব, ও যখনই সুযোগ পাবে, ভালো পারফর্ম করে দেশকে গর্বিত করবে।’

Next Article