Shubman Gill Double Century: কেরিয়ারের প্রথম ‘ডাবল’, সচিনদের ছাপিয়ে সবার উপরে শুভমন গিল!
India Vs England 2nd Test: ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্টেই হার। তবে ব্যাট হাতে একের পর এক দুরন্ত ইনিংস। লিডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এজবাস্টনে করলেন ডাবল সেঞ্চুরি। কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ছাপিয়ে গেলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকেও।

টেস্ট ক্যাপ্টেন্সি মিলতেই ব্যাটে রানের ফোয়ারা শুভমন গিলের! এমন তো বলাই যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। তাঁর পথে কিংবদন্তি বিরাট কোহলিও। দু-জনের দুই ভূমিকায় শুভমন গিল। টেস্ট ক্যাপ্টেন হিসেবে রোহিতের স্থলাভিষিক্ত হয়েছেন। তেমনই ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির চার নম্বরে ব্যাট করছেন শুভমন গিল। ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্টেই হার। তবে ব্যাট হাতে একের পর এক দুরন্ত ইনিংস। লিডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এজবাস্টনে করলেন ডাবল সেঞ্চুরি। কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ছাপিয়ে গেলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকেও।
এজবাস্টন টেস্টে দুর্দান্ত জায়গায় ভারত। ম্যাচের প্রথম দিনই ৩১০ রান তুলে নিয়েছিল ভারত। সেঞ্চুরির পরও অপরাজিত ছিলেন শুভমন গিল। দ্বিতীয় দিন একইরকম ফোকাস ধরে রাখেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ইংল্যান্ডের মাটিতে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের সর্বাধিক স্কোর ১৯৩। সেই স্কোরও ছাপিয়ে যান শুভমন। শুধু তাই নয়, ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন।
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্কোর ছিল কিংবদন্তি সুনীল গাভাসকরের। এরপরই ছিলেন রাহুল দ্রাবিড়। গাভাসকর ২২১ এবং দ্রাবিড় ২১৯ করেছিলেন। দু-জনেই ডাবল সেঞ্চুরি করেছিলেন ওভালে। বার্মিংহ্যামের এজবাস্টনে ২২২ করতেই ইংল্যান্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েন শুভমন গিল। তাঁর দ্বিশতরানের সৌজন্যে ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ পেরিয়ে গিয়েছে ভারত।
