কলকাতা: এ যেন বিরল দৃশ্য! স্বাভাবিকও বলা যায় না। তবে এমনটাই হতে চলেছে। কাল শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা। ফাইনালে অনবদ্য পারফরম্যান্সের জেরে পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন অজিঙ্ক রাহানে। দক্ষিণ আফ্রিকা সফরে বাদ দেওয়া হয় রাহানেকেও। তাঁদের ফেরার রাস্তা কি বন্ধ? এরই মাঝে এক বিরল দৃশ্য হতে চলেছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে ছিল বিরাট কোহলিরও নাম। ব্যক্তিগত কারণে প্রথম দু-ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরই জল্পনা চলছিল, তা হলে কি রাহানে বা পূজারার মধ্যে কাউকে ফেরানো হতে পারে? রাহানের সম্ভাবনা যদিও ক্ষীণ ছিল। তার কারণ, রঞ্জি ট্রফিতে টানা দুটি শূন্য করেছেন রাহানে। চেতেশ্বর পূজারা অবশ্য এ মরসুমে দারুণ ছন্দে। এ বারের রঞ্জিতে ইতিমধ্যেই একটি ডাবল সেঞ্চুরিও মেরেছেন। চতুর্থ ব্যাটার হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন পূজারা। তাতেও অবশ্য় টেস্টে দরজা খোলেনি।
ইংল্যান্ড টেস্টে বিরাট কোহলির পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। যার অর্থ বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। একাদশে দেখা যাবে না এই ত্রয়ীকে। শেষ কমে এই তিনজনকে ছাড়া টেস্ট খেলেছিল ভারত! মনে পড়ে? শেষ বার ২০১১ সালে এমনটা হয়েছিল। বিরাট কোহলির টেস্ট অভিষেক হয় ২০১১ সালের জুনে। একই বছরে অক্টোবর মাসে টেস্ট অভিষেক চেতেশ্বর পূজারার। রাহানের টেস্ট অভিষেক হয় ২০১৩ সালে।
২০১১ সালের নভেম্বরে শেষ বার এই তিনজনের কাউকে ছাড়া টেস্ট খেলেছিল ভারত। হায়দরাবাদে এমন দৃশ্যই দেখা যাবে ভারতের একাদশে। নিঃসন্দেহে বিরল দৃশ্য! ১৩ বছরের এমন ঘটনা হলে, তাকে বিরল ছাড়া আর কীই বা বলা যায়!