TV9 বাংলা ডিজিটাল: ক্যানবেরায় নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে ব্যাট করছে ভারত। বুধবার টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয় নটরাজনের। আমিরশাহীতে হয়ে যাওয়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন বাঁ হাতি এই বোলার। সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে চারটে পরিবর্তন হয়েছে। দলে এসেছেন নটরাজন,শুভমন গিল,শার্দুল ঠাকুর আর কুলদীপ যাদব। খেলছেন না সাইনি,মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ সামি আর চাহল।
A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of ? 232. Go out and give your best, champ! #AUSvIND pic.twitter.com/YtXD3Nn9pz
— BCCI (@BCCI) December 2, 2020
অস্ট্রেলিয়া দলেও তিনটে পরিবর্তন হয়েছে। চোটের জন্য নেই ডেভিড ওয়ার্নার। বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্স আর স্টার্ককেও। পরিবর্তে দলে এসেছেন গ্রীন,অ্যাবট আর আগর। সিডনিতে প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ফের হার এসসি ইস্টবেঙ্গলের, জেজেদের নিয়ে বিস্ফোরক ফাউলার
পরিসংখ্যান বলছে,মানুকা ওভালে শেষ সাতটা ম্যাচে আগে ব্যাট করে বড় রান তোলা টিমই জয়ের মুখ দেখেছে। তাই কোহলির সামনে এখন বড় রান তোলার চ্যালেঞ্জ।